সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
জাতীয় দলে সুযোগ

বিশ্বাস হয়নি হাসানের

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিশ্বাস হয়নি হাসানের

বাবা-মায়ের সঙ্গে হাসান মাহমুদ

নতুন মুখ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে পাকিস্তান সফরে যাচ্ছেন লক্ষ্মীপুরের পেস বোলার হাসান মাহমুদ। শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে বোলিংয়ে গতির ঝড় তুলে তিনি জাতীয় দলে টি-২০ সিরিজে সুযোগ পেয়েছেন। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মুঠোফোনে কল করে তাকে বিষয়টি জানানো হয়। এরপর থেকেই আনন্দে উৎফুল্লিত হয়ে উঠে তার পরিবার। তবে তার প্রথমে বিশ্বাসই হচ্ছিল না সত্যিকারে জাতীয় দলে সুযোগ পেয়েছি কি না।  হাসান জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছেন। হাসান লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে। হাসানের বাবা মো. ফারুক জানান, পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলায় হাসানের আগ্রহ ছিল। কিছু কিছু সময় খেলার মাঠ থেকে সে পরীক্ষা দিতে যেত। অবসর সময়ে ক্রিকেট নিয়েই সে ব্যস্ত থাকত। দেশের হয়ে খেলার বিষয়ে জানতে পেরে খুব খুশি হয়েছে। আশা করছি, ভালো বোলিং করে সে দেশের সুনাম বাড়াতে সক্ষম হবে। জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু বিপিএলে অভিজ্ঞ কোচের প্রশিক্ষণ ও খেলোয়াড়দের সঙ্গে খেলতে পেরে অনেক কিছু শিখেছি।

আল্লাহর রহমতে ৪ উইকেট পেয়ে একটি ম্যাচে সেরা হয়েছি। এটা আমার বড় পাওয়া। জাতীয় দলে সুযোগের বিষয়টি বিসিবি থেকে আমাকে মোবাইল ফোনে জানিয়েছে। তাৎক্ষণিক আমি বিশ্বাস করতে পারিনি। পরে বাবা-মা, কোচ ও বন্ধু-বান্ধবকে এই সুখবরটি জানাই। সবাই এতে খুব খুশি হয়েছে। দেশের জন্য নিজের সেরাটা খেলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। এজন্য লক্ষ্মীপুরসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর