মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

রোহিতের ব্যাটিংয়ে মুগ্ধ শোয়েব

ক্রীড়া ডেস্ক

সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের  পরও অস্ট্রেলিয়াকে সিরিজে হারিয়ে ক্রিকেটে নিজেদের আধিপত্যের আরেকবার প্রমাণ দিল ভারত!  শেষ ম্যাচে রোহিতের ২৯তম সেঞ্চুরি ভারতের জয়কে সহজ করে দিয়েছে। কোহলি সেঞ্চুরি করতে না পারলেও রোহিতকে দারুণ সঙ্গ দিয়েছেন। খেলেছেন ৮৯ রানের দারুণ এক ইনিংস। ক্রিকেট বিশ্বে যেন প্রশংসায় ভাসছেন ভারতীয় দুই তারকা। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার তো রোহিতের ব্যাটিং দেখে মুগ্ধ। পিন্ডি এক্সপ্রেস বলেন, ‘রোহিত যখন ছন্দে থাকে, বল কেমন হচ্ছে তা নিয়ে কোনো কিছু ভাবেন না। কোনো বলকে তিনি তোয়াক্কা করেন না। ওর খেলার ধরনই এমন। চিন্নাস্বামীর মতো পিচে ও সব সময়েই দুর্দান্ত। অস্ট্রেলিয়া যখন ভালো দল ছিল, তখনো ওরা এভাবে খেলত। এখন দিন বদলে গেছে। এখন তারাই শিকার। রোহিত অস্ট্রেলিয়ার বোলারদের নাস্তানাবুত করে ছেড়েছে।’

 অধিনায়ক হিসেবে কোহলিকেও দারুণ পছন্দ। তা ছাড়া পারফর্মার কোহলি তো এমতেই শোয়েবের পছন্দ।

ভারতীয় দলপতির প্রশংসা করতে গিয়ে শোয়েব আকতার বলেন, ‘বিরাট কোহলি একজন অসাধারণ নেতা। মানসিকভাবে ও অনেক শক্ত। ও খুব ভালোভাবেই জানে কীভাবে ফিরে আসতে হয়। ওর দলের খেলোয়াড়েরাও জানে সেটা। এরা একবার হারলে মুষড়ে পড়ে না। ঘুরে দাঁড়ায়। তার ওপর ওর দলে লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আয়ারের মতো খেলোয়াড় আছে। ভারত এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর এক দল।’

তিন ম্যাচের সিরিজে ২২৯ রান করে শীর্ষে স্টিভেন স্মিথ। তবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান কোহলি (১৮৩) ও রোহিতের (১৭১)।

সর্বশেষ খবর