বুধবার, ২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হ্যাটট্রিক হিরো রকিবুল

২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট গ্রুপের ফাইনালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের পেসার কামরুল ইসলাম রাব্বি। ১০ বছর পর রাব্বির মতো মাইলফলক স্পর্শ করলেন রকিবুলও

ক্রীড়া প্রতিবেদক

হ্যাটট্রিক হিরো রকিবুল

টানা তিন বলে আউট তিন স্কটিশ ব্যাটসম্যান কেস সাজ্জাদ, লাইল রবার্টসন ও চার্লি পিট। হ্যাটট্রিক পূরণ হয়ে গেল রকিবুল হাসানের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই আসরে প্রথম হ্যাটট্রিকটি তুলে নিলেন বাংলাদেশের এই স্পিনার।

রকিবুলের দুর্দান্ত হ্যাটট্রিকের পর বাংলাদেশের যুবারা পেল ৭ উইকেটের বিশাল এক জয়। টানা দুই ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনালে পা দিয়ে রাখলেন আকবররা।

রকিবুলের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গিয়েছিল স্কটল্যান্ডের ইনিংস। বাংলাদেশের যুবারা জয় নিশ্চিত করে ২০০ বল হাতে রেখেই। ৫.৩ ওভারে ২০ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন রকিবুল।

এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট গ্রুপের ফাইনালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশের পেসার কামরুল ইসলাম রাব্বি। ১০ বছর পর রাব্বির মতো মাইলফলক স্পর্শ করলেন রকিবুলও।

বাংলাদেশের স্পিনার হ্যাটট্রিক করেছেন ইনিংসের ২৪তম ওভারে। ওই ওভারের আগে রকিবুল তিন ওভার করেছিলেন। ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। নিজের চতুর্থ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন।

গতকাল দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ধুঁকছিল স্কটল্যান্ড। দলীয় ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। বেন ডেভিসনকে সরাসরি বোল্ড করেন বোলার শরিফুল ইসলাম। একই ওভারে স্কটল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান থমাস ম্যাকিসনকেও সাজঘরে পাঠিয়ে দেন। স্কটল্যান্ডের দুর্গে তৃতীয় আঘাত হানেন তানজিম হাসান সাকিব। মাত্র ১৬ রানে তিন উইকেট হারিয়ে তখন ধুঁকছে স্কটল্যান্ড। ২১ রানের মাথায় জাস্পার ডেভিসনকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন সাকিব। বাংলাদেশের বোলারদের চাপের মুখে মাত্র ২১ রানে চার উইকেট হারিয়ে দিশাহারা হয়ে পড়ে স্কটিশরা। এরপর উজাইর শাহ একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন। কিন্তু আরেক প্রান্তে একের পর এক উইকেট পতন ঘটতে থাকে। সব বড় ধাক্কাটা দেন রকিবুল। 

শেষ পর্যন্ত মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। রকিবুল ছাড়াও ১৩ রানে ২ উইকেট নিয়েছেন শরিফুল। এই বোলার ৭ ওভার বোলিং করে দুটি মেডেনও নিয়েছেন। তানজিমের শিকারও দুটি। ৮ ওভারে এক মেডেন এবং রান দিয়েছেন ২৬। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন উজাইর। এছাড়া কেয়ার্নস ১৭, গাই ১১। অন্য ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের কোটাতেও পৌঁছাতে পারেননি।

বাংলাদেশ ৯০ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমেও হারিয়েছে ৩ উইকেট। তানজিদ হাসান আউট হয়েছেন ইনিংসের প্রথম বলেই। শামীম হোসেনও দ্রুতই বিদায় দেন। ১৮ রানে দুই উইকেট হারিয়ে যেন বেশ সতর্ক হয়ে যায় বাংলাদেশের যুবারা। তারপর লক্ষ্যে পৌঁছাতে আর মাত্র একটি উইকেট হারাতে হয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫* রান করেছেন মাহমুদুল হাসান জয়।  এছাড়া পারভেজ ইমন খেলেছেন ২৫ রানের ইনিংস।

দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। কোয়ার্টারে প্রায় চলেই গেছেন যুবা টাইগাররা!  আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে পাকিস্তান জিতে গেলেই আকবরদের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড  অনূর্ধ্ব-১৯ : ৮৯/১০ (৩০.৩ ওভার) (উজাইর ২৮, কেয়ার্নস ১৭, গাই ১১; রকিবুল ৪/২০, শরিফুল ২/১৩, তানজিম ২/২৬)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৯১/৩ (১৬.৪ ওভার) (জয় ৩৫*, পারভেজ ২৫, হৃদয় ১৭*; ফিশার ৩/২৭)

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরা : রকিবুল হাসান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর