সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

টেস্ট দিয়ে সিরিজ শুরু

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট দিয়ে সিরিজ শুরু

বাংলাদেশ ক্রিকেট দল এখন পাকিস্তান সফরে টি-২০ সিরিজ খেলছে। লাহোরে আজ তৃতীয় টি-২০ খেলে আগামীকাল দেশে ফিরবে। এরপর টেস্ট সিরিজের প্রথমটি খেলতে পাকিস্তান যাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ৭-১১ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় টেস্ট করাচিতে ৫-৯ এপ্রিল এবং ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে খেলতে টাইগাররা পাকিস্তান যাবে এপ্রিলে। তিন মাসে তিন ধাপে পাকিস্তান যাবে বলেই জিম্বাবুয়ে একটু আগেই বাংলাদেশে আসছে। আইসিসির সূচি অনুযায়ী মার্চে ঢাকায় আসার কথা ছিল আফ্রিকান প্রতিনিধিদের। এখন সেটা এগিয়ে এনে ফেব্রুয়ারিতে নির্ধারিত হয়েছে। এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ খেলতে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে। অবশ্য আফ্রিকান দলটি গত সেপ্টেম্বরেও সফর করেছিল। তখন ক্রিকেটকে বিদায় জানান হ্যামিল্টন মাসাকাদজা। দেশটির সফর শুরু হবে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলে। এরপর সফরের একমাত্র টেস্টটি খেলবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২-২৬ ফেব্রুয়ারি। ওয়ানডে তিনটি খেলবে চট্টগ্রাম আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ। এরপর দুটি টি-২০ ম্যাচ খেলবে মিরপুরে যথাক্রমে ৯ ও ১১ মার্চ। ১২ মার্চ ঢাকা ছাড়বে দলটি।     

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর