সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ভারতের

ক্রীড়া ডেস্ক

টি-২০ সিরিজের প্রথমটি ভারত জিতেছিল রেকর্ড গড়ে। প্রথমবারের মতো দেশের বাইরে দুইশ (২০৩) রান তাড়া করে ম্যাচ জিতেছিলেন কোহলিরা। গতকাল একই ভেন্যু অকল্যান্ডের ইডেনে আরও সহজে জিতল ভারত। ১৫ বল হাতে রেখে হারিয়েছে ৭ উইকেটের পর্বতসমান ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। সফরকারী কোহলি বাহিনীকে সহজ জয় উপহার দিয়েছেন উইকেটরক্ষক ও ওপেনার লোকেশ রাহুল।

ঘরের মাটিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৩২ রান। ব্ল্যাক ক্যাপসদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে ওপেনার মার্টিন গাপটিল ও উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। টার্গেট ১৩৩ রান।  সহজ টার্গেটে খেলতে নেমে ৩৯ রানের মধ্যে সাজঘরে ফেরেন রোহিত শর্মা ও অধিনায়ক কোহলি। এরপর তৃতীয় উইকেট জুটিতে রাহুল ও আইয়াস শ্রেয়ার যোগ করেন ৬৭ বলে ৮৬ রান। এই জুটিই দলকে টানা দ্বিতীয় জয় পেতে সহায়তা করে। শ্রেয়ার করেন ৪৬। গতকালের ম্যাচসেরা রাহুল অপরাজিত থাকেন ৫৭ রানে।

সর্বশেষ খবর