বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ল্যান্স নায়েক রোমান সানা

ক্রীড়া প্রতিবেদক

ল্যান্স নায়েক রোমান সানা

বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয়ের পর গত ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে তিনটি সোনার পদক জিতেছেন রোমান সানা। বছরজুড়ে সাফল্য উপহার দেওয়ায় বাংলাদেশ আনসার ও ভিডিপি ল্যান্স নায়েক পদে পদোন্নতি দিয়েছে তাকে। গতকাল রোমান সানাকে ল্যান্স নায়েকের ব্যাজ পরিয়ে দেন আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এসময় তিনি বলেন, ‘বিদেশের মাটিতে বেশ ক’বার বাংলাদেশকে সম্মানিত করায় রোমান সানাকে আমরা ল্যান্স নায়েক পদে পদোন্নতি দিয়েছি।’ নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে আনসার ও ভিডিপির ১৪৪ জন ক্রীড়াবিদ বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেন। একক ও দলগতভাবে ৮টি সোনা, ১৩টি রুপা ও ৪৭টি ব্রোঞ্জপদক জেতেন তারা। পদকজয়ী ক্রীড়াবিদদের ৩৩ লাখ ২৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। একক ইভেন্টের সোনাজয়ীদের ১ লাখ, রুপা জয়ীদের ৭৫ হাজার এবং ব্রোঞ্জপদক জয়ীদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এদের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার টাকা পান রোমান সানা। প্রাইজমানি পেয়ে আনন্দিত রোমান সানা বলেন, ‘আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রাইজমানি অনেক প্রেরণার।’ পদোন্নতি পেয়েও দারুণ আনন্দিত তিনি।

সর্বশেষ খবর