বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘এটা খুবই অস্বাভাবিক ঘটনা’

‘এটা খুবই অস্বাভাবিক ঘটনা। আগে কখনো দেখিনি। তবে এটা ঠিক যে শাওন খুবই মারকুটে ব্যাটসম্যান।’

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় শ্রেণির ক্রিকেটের এক ম্যাচে ৪৮টি ছক্কা ও ৭০টি বাউন্ডারি হয়েছে। ৫০ ওভারের ম্যাচে দুই ইনিংস মিলে হয়েছে ৮১৮ রান। ম্যাচটি ছিল রাজধানী সিটি ক্লাব মাঠে। মুখোমুখি হয়েছিল নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি ও ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি। ম্যাচে ৪৬ রানে জয় পায় নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের শাওন ৩৩ বলে করেছেন ৯২ রান। বাংলাদেশ জাতীয় দলে যেখানে কোনো হার্ডহিটার ব্যাটসম্যান নেই সেখানে ঘরোয়া ক্রিকেটে এমন মারকাটারি ব্যাটিং আশার সঞ্চার করে! তাহলে কি এই ঘরোয়া লিগ থেকেই হার্ডহিটার পেতে যাচ্ছে বাংলাদেশ দল! যদিও  এমন ঘটনা আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন  ক্লাব সংগঠক সৈয়দ আলী আসাফ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘এটা খুবই অস্বাভাবিক ঘটনা। আগে কখনো দেখিনি। তবে এটা ঠিক যে শাওন খুবই মারকুটে ব্যাটসম্যান।’  

সর্বশেষ খবর