বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পরিবর্তন নিয়ে আসছে আইপিএল

ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) পরের আসরে নিয়ম কানুনে বেশকিছু পরিবর্তন আসছে। প্রথমবারের মতো থাকছে ‘কনকাশন সাব’ অর্থাৎ ম্যাচের মধ্যে কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে এবং তিনি যদি খেলা চালিয়ে যেতে না পারেন সেক্ষেত্রে তারপর পরিবর্তে নতুন আরেকজনকে নেওয়া যাবে। এছাড়া নো বলের জন্য থার্ড আম্পায়ারের ব্যবহার শুরু হচ্ছে।  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-২০ টুর্নামেন্টটি দেড় মাসব্যাপী হয়। কিন্তু এবার দুই মাস চলবে।

আগের আসরে অধিকাংশ দিন দুটি করে ম্যাচ থাকলেও এবার মাত্র ৫দিন থাকবে দুটি করে ম্যাচ। এছাড়া প্রতিদিন একটি করে ম্যাচ হবে। খেলা অনুষ্ঠিত হবে রাত আটটায়। যদিও ব্রডকাস্টাররা অনুরোধ জানিয়েছিলেন, ম্যাচের সময় এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, সময় পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছিল। সবার সঙ্গে কথাও হয়েছে। তবে রাতের খেলার সময় এগিয়ে আনা হচ্ছে না।

সর্বশেষ খবর