বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ব্রুজোনের চোখে বাংলাদেশ

কেন গোল পাচ্ছেন না স্ট্রাইকাররা
এদেশে ভালোমানের ফুটবলার রয়েছে। তবে পজিশন অনুযায়ী ভালোমানের ফুটবলারের অনেক ঘাটতি আছে

ক্রীড়া প্রতিবেদক

ব্রুজোনের চোখে বাংলাদেশ

ফুটবলে বাংলাদেশ ভালো করার চেষ্টা করছে দীর্ঘদিন থেকেই। আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করছে। বিদেশি ফুটবলারদের এনে লিগের আকর্ষণ বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। বার বার গোল করার মতো সুযোগ তৈরি করেও গোল করতে পারছে না স্ট্রাইকাররা। গোল না পাওয়ার কারণে ভালো খেলেও হেরে যাচ্ছে বাংলাদেশ। দিন শেষে স্ট্রাইকারদের কাঁধে দোষ চাপিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কোচ। বঙ্গবন্ধু গোল্ডকাপ এর জলজ্যান্ত উদাহরণ। কিন্তু কেন এমন হচ্ছে? কেন গোল পাচ্ছেন না সাদ, মতিন মিয়া আর জীবনরা! জাতীয় দলের কোচ জেমি ডে বলছেন, লিগের স্ট্রাকচারে পরিবর্তন আনতে হবে। তবেই ফুটবলে ভালো করা সম্ভব। বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন সমস্যার খুব গভীরে গেলেন।

অস্কার ব্রুজোন বলছেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক মানের ফুটবলার তৈরি করার জন্য ছেলেবেলা থেকেই নিবিড় পরিচর্যার প্রয়োজন রয়েছে। ফুটবলে সত্যিকারের উন্নয়নের জন্য অনূর্ধ্ব-১০ লেভেল থেকে সুসংগঠিত প্রতিযোগিতার আয়োজন করতে হবে।’ হঠাৎ করে ভালো করা ফুটবলে কখনো সম্ভব নয়। ব্রুজোন বলছেন, ‘এদেশে ভালোমানের ফুটবলার রয়েছে। কিন্তু পজিশন অনুযায়ী ভালোমানের ফুটবলারের অনেক ঘাটতি আছে। ট্যাকটিক্যাল দিক দিয়েও অনেক উন্নতির প্রয়োজন আছে। বিশেষ করে নিয়ন্ত্রিত পাসিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙার মতো ফুটবলার তৈরি করতে হলে ইয়ুথ লেভেল থেকেই কাজ করতে হবে। তাছাড়া ফুটবলে উন্নয়নের জন্য প্রয়োজন ভালোমানের মাঠের পাশাপাশি লাইসেন্সধারী কোচদের এক বিরাট নেটওয়ার্ক।’ গতবার লিগজয়ী এ কোচের মতে, ফুটবলে গোল করার দক্ষতা অর্জন করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আর এতে কোনো সন্দেহ নেই যে একজন ভালো স্ট্রাইকার যে কোনো দলকেই ইতিবাচক ফল এনে দিতে পারে। বাংলাদেশের এখানেই ঘাটতি রয়েছে। ইয়ুথ লেভেল থেকে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করার পাশাপাশি ফুটবল একাডেমি গড়তে পারলে বাংলাদেশ ফুটবলে এগিয়ে যাবে। অস্কার ব্রুজোন বসুন্ধরা গ্রুপের উদাহরণ দিয়ে গিয়ে বলেন, ‘এটা খুবই আনন্দের খবর যে, বসুন্ধরা গ্রুপ ইতিমধ্যেই ফুটবলের উন্নয়ন নিয়ে দারুণ পরিকল্পনা করেছে। বসুন্ধরা ফুটবল একাডেমি বাংলাদেশের ফুটবল উন্নয়নের ‘আদর্শ’ হতে যাচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর