বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানের মাঠে বাংলাদেশ দলকে চিনতে পারেননি বোর্ড সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের মাঠে বাংলাদেশ দলকে চিনতে পারেননি বোর্ড সভাপতি

নিরাপত্তা নিয়ে আলোচিত পাকিস্তান সফরে গিয়ে দুই টি-২০তে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে প- হয়ে যায়। দুই ম্যাচে একবারের জন্যও জয়ের মতো অবস্থা তৈরি করতে পারেননি মাহদুল্লাহরা। যেন পাকিস্তানে গিয়ে টাইগাররা অসহায় আত্মসমর্পণ করেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও পাকিস্তান গিয়েছিলেন। মাঠে বসেই দেখেছেন বাংলাদেশের নাজেহাল অবস্থা। এমন হতাশার হার যেন কিছুতেই মেনে নিতে পারছেন বোর্ড সভাপতি। গতকাল মিডিয়াকে তিনি পাকিস্তান সফর করা বাংলাদেশ ক্রিকেট দলকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এই বাংলাদেশ দলকে চিনতে খুব কষ্ট হয়েছে। এ আবার কোন বাংলাদেশ?’ বিসিবি সভাপতির আক্ষেপ করে বলেন, ‘হেরে গেলেও আমরা যেমন খেলি, এই সিরিজে তার কিছুই দেখা যায়নি। নিজেদের মতো করে খেলতেই পারিনি। এমন পরিস্থিতি আমার চোখেই পড়েনি যে, বিনা উইকেটে ৯৬ থেকে আমরা ১৩০-১৪০ এ আটকে গেছি। ১২-১৩ ওভারের পরে গিয়েও আমরা রানের গতি বাড়াতে পারিনি। ১৩০-১৪০ এ গিয়ে থেমে গেছি।’

পাকিস্তান সিরিজ থেকে বেশ কিছু উপলব্ধি হয়েছেন বোর্ড সভাপতির। নাজমুল হাসান বলেন, ‘এই সিরিজে অনেকগুলো উপলব্ধি হয়েছে আমার। প্রথম উপলব্ধি হলো, ১৩০-১৪০ এমনকি ১৫০ রান করেও আজকাল টি-২০তে জেতা

যায় না; কিন্তু পাকিস্তানে দুটি টি-২০ ম্যাচে আমরা তার চেয়েও কম রান করেছি। আমার মনে হয়, আমরা উইকেট চিনতে গিয়ে কিংবা উইকেটের আচরণ বুঝতে গিয়েও ভুল করেছি। আমরা প্রথম ম্যাচ ভেবেছি ব্যাটিং সহায়ক উইকেট। কিন্তু পরে দেখা গেছে সে উইকেট স্লো। পরের ম্যাচে ব্যাটিং উইকেট ভেবে আগে ব্যাটিং নিয়ে দেখি  উইকেট আদর্শ টি-২০র না।’

দুই ম্যাচেই টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়েছে। এই সিদ্ধান্ত নিয়েও খুশি হতে পারছেন না নাজমুল হাসান, ‘আমি ঠিক বুঝতে পারছি না, আসলে সিদ্ধান্তটা কে নেয়? টস জিতে ব্যাটিং নেবে কি  নেবে না, টস জিতলে কি করবে- এসব সিদ্ধান্ত কে নেয় এটা নিয়ে আমি কনফিউজড।

রিয়াদ তো এমনিতেই খুব কম কথা বলে, তারপরও আমি তামিম ও রিয়াদের সঙ্গে প্রচুর কথা বলেছি। প্রথম ম্যাচের পর এমনকি দ্বিতীয় ম্যাচের পরও।’

সর্বশেষ খবর