শিরোনাম
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপ দল ফিরেছেন রুমানা

ক্রীড়া প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপ দল ফিরেছেন রুমানা

টি-২০ বিশ্বকাপের জন্য গতকাল মেয়েদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। ইনজুরির কারণে সবশেষ ভারত সফরের দলে ছিলেন না তিনি। তবে বাদ পড়েছেন আরেক অলরাউন্ডার লতা মন্ডল।

বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে সালমা খাতুনই আছেন। রুমানা সহঅধিনায়ক। আগামী ২১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে বিশ্বকাপ। ৮ মার্চ ফাইনাল। বাংলাদেশ অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ২ ফেব্রুয়ারি।

বাংলাদেশ দল রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্যগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সালমারা ২৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে। ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড, ২ মার্চ শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

গ্রুপের ৫ দলের মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ সেমিফাইনালে উঠে যাবে। তারপর ফাইনাল।

বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি,  সোবহানা মোস্তারি।

স্ট্যান্ড বাই: শায়লা শারমিন, সুরাইয়া আজমিন, লতা মন্ডল, পুজা চক্রবর্তি, রাবেয়া।

সর্বশেষ খবর