শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

অনুশীলনের চেয়ে ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ

মুমিনুল হক

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলনের চেয়ে ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ

‘টেস্টের আগে সবার একটা ভালো প্রস্তুতি দরকার ছিল। আমার কাছে মনে হয়, বিসিএলে খেললে প্রস্তুতিটা ভালো হবে।’

পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার আগে প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্রিকেটাররা খেলবেন বিসিএল। টেস্ট খেলতে যাওয়ার আগে ম্যাচ খেলার সুযোগকে বিরাট প্রাপ্তি বলতে ভুল করেননি টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল। জানিয়েছেন, অনুশীলনের চেয়ে ম্যাচ খেলা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

হোম অ্যান্ড অ্যাওয়ে এবং এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। হার ৯টিতে এবং ড্র একটি। পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছে চারটি। প্রথম খেলেছিল ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে। মুলতানের ওই ম্যাচটি টাইগাররা হেরেছিল ইনিংস ও ২৬৪ রানে। দ্বিতীয় ও শেষবার খেলে ২০০৩ সালে। সেবার তিন টেস্ট সিরিজের সবগুলোতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল খালেদ মাহমুদের নেতৃত্বে টাইগাররা। মুলতানে ড্রাইভিং সিটে বসে থেকেও ১ উইকেটে হেরেছিল ইনজামাম-উল হকের অতি মানবীয় সেঞ্চুরির ইনিংসে। পাকিস্তানের মাটিতে টাইগাররা এখন পর্যন্ত যে চারটি টেস্ট খেলেছে, তার দুটি মুলতান এবং একটি করাচি ও অপরটি পেশোয়ারে। এই প্রথম রাওয়ালিপিন্ডিতে খেলবে। টেস্ট দলের ক্রিকেটাররা এবারই প্রথম খেলবে পাকিস্তানে। সফরের আগে ক্রিকেটারদের প্রস্তুতির জন্য বিসিবি আয়োজন করেছে চার দিনের টুর্নামেন্ট বিসিএল। টেস্ট খেলার আগে টুর্নামেন্টটি প্রস্তুতি হিসেবে কাজে লাগবে বলেন অধিনায়ক মুমিনুল, ‘টেস্টের আগে সবার একটা ভালো প্রস্তুতি দরকার ছিল। আমার কাছে মনে হয়, বিসিএলে খেললে প্রস্তুতিটা ভালো হবে।’ প্রস্তুতি হিসেবে ব্যাট ও বলের অনুশীলন থেকে একটি প্রস্তুতি ম্যাচ অনেক বেশি উপকারী বলেন টাইগার টেস্ট অধিনায়ক, ‘আমি বিশ্বাস করি ম্যাচ অনুশীলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুশীলনের চেয়ে যে ম্যাচটি হয়, সেটা আমার মনে হয় হান্ড্রেডের বেশি। আপনি সারা বছর অনুশীলন করলেন, কিন্তু ম্যাচ খেললেন না। তাতে কোনো লাভ নেই। অনুশীলনের চেয়ে ম্যাচ অনেক কাজে দেয়।

সর্বশেষ খবর