শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

এবার জেমির পালা

ক্রীড়া প্রতিবেদক

এবার জেমির পালা

বঙ্গবন্ধু গোল্ডকাপে হারের পরই ইংলিশ কোচ ক্ষুব্ধ হয়ে বলেন, পেশাদার লিগে বিদেশি ফুটবলারদের স্ট্রাইকার পজিশনে ক্লাবগুলো খেলাচ্ছে। এতে করে দল হয়তো লাভবান হচ্ছে। কিন্তু জাতীয় দলের সর্বনাশ হয়ে যাচ্ছে। সহজ সহজ গোলের সুযোগ নষ্ট করে দলকে ডোবাচ্ছে। আমি তাই বাফুফের কাছে অনুরোধ রাখব লিগে বিদেশি সংখ্যা কমাতে। অ™ভুত এক ঘটনা, কোচের মতামতকে গুরুত্ব না দিয়ে বাফুফে বরং বিদেশির সংখ্যা বাড়িয়ে দিয়েছে। নিয়মিত একাদশে ঠিকই চার জন বিদেশি খেলতে পারবে। কিন্তু কোনো স্থানীয় খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নিলে তার বদলি হিসেবে বিদেশি নামাতে পারবে। যা আগে ছিল না। এক্ষেত্রে দলগুলো অবশ্যই কৌশল বেছে নেবে। দেখা যাবে প্রথম কয়েক মিনিট খেলিয়ে স্থানীয়দের তুলে নেওয়া হবে। এই নিয়মে দেশের ফুটবল আরও ক্ষতিগ্রস্ত হবে বলে বিশ্লেষকরা মতামত দেন। এই সিদ্ধান্ত আবার জেমি ডে মানতে পারবে কি না তা দেখার বিষয়। কেননা যেকোনো দেশ কোচের মতামতকে গুরুত্ব দেন। বাংলাদেশে হচ্ছে তার উল্টোটা। অবশ্য বিদেশির সংখ্যা কমিয়ে দিলে দলগুলো আপত্তি তুলবেই। বিশেষ করে শিরোপা প্রত্যাশিত দলগুলো। জেমি এতে ক্ষুব্ধ হয়ে চাকরি ছাড়বেন কি না সেটাও প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। অবশ্য বাফুফের কেউ কেউ আবার জেমির কাজে সন্তুÍষ্ট নন। কোনো ট্রফিই যখন আসছে না তখন আর জেমিকে রেখে লাভ কি এটাও নাকি তারা ভাবছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর