শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেসির ৫০০

ক্রীড়া ডেস্ক

মেসির ৫০০

লিওনেল মেসি দারুণ এক মাইলফলক স্থাপন করলেন। স্প্যানিশ ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৫০০ ম্যাচ জয় করলেন এ আর্জেন্টাইন তারকা। গত বৃহস্পতিবার লেগ্যানেসের বিপক্ষে বার্সেলোনাকে জয় উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি নিজেও দারুণ এক মাইলফলকে পৌঁছে গেলেন। স্প্যানিশ ফুটবলে ম্যাচ জয়ের তালিকায় দুইয়ে আছেন মেসির সাবেক সতীর্থ জাভি হার্নান্দেজ (৪৭৬টি)। তিনে আছেন ইকার ক্যাসিয়াস (৪৬৩টি) এবং চারে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা (৪৫৯টি)। লা লিগায় আগের ম্যাচেই হেরেছিল বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠে ২-০ গোলের পরাজয় কাতালনদের পয়েন্ট তালিকার দুইয়ে নামিয়ে দিয়েছে। তবে জয়ে ফিরতে খুব বেশি সময় নেয়নি সেটিয়েনের দল। গত বৃহস্পতিবার কোপা দেল রে কাপের শেষ ষোলর ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে ৫-০ ব্যবধানে লেগ্যানেসকে হারিয়েছে বার্সেলোনা। মেসি ছাড়াও একটি করে গোল করেন গ্রিজমান, লেঙলেট ও আর্থার। শেষ আটে বার্সেলোনা মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাওয়ের। এদিকে কোপা দেল রে কাপের শেষ ষোল থেকে সেভিয়াকে বিদায় করেছে স্পেনের তৃতীয় বিভাগ ফুটবলের ক্লাব মিরানডেস। তারা ৩-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। শেষ আটের লড়াইয়ে মিরানডেস মুখোমুখি হবে ভিয়ারিয়ালের। এ ছাড়াও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে গ্রানাডা-ভ্যালেন্সিয়া এবং রিয়াল মাদ্রিদ-সুসিদাদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর