সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জকোভিচই রাজা

অস্ট্রেলিয়ান ওপেন

রাশেদুর রহমান

জকোভিচই রাজা

রড লেভার অ্যারিনা নোভাক জকোভিচের খুব প্রিয় কোর্ট। এখানে এলেই তিনি অদম্য হয়ে যান। অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেন শিরোপার দিকে। গত ১৩ বছরে ৮ বার এটা প্রমাণ করেছেন এ সার্বিয়ান তারকা। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অস্ট্রিয়ান তরুণ ডমিনিখ থিয়েমকে পাঁচ সেটের এক ম্যারাথন লড়াইয়ে হারিয়ে অস্টমবারের মতো রড লেভার অ্যারিনায় শিরোপা হাতে নিলেন নোভাক জকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম ওপেনে রাজার আসনটা ধরে রাখলেন তিনি। এই নিয়ে মিস্টার জোকার খ্যাত এ তারকা ১৭টি গ্র্যান্ডস্লাম ট্রফি জিতলেন। সামনে কেবল রজার ফেদেরার (২০টি) এবং রাফায়েল নাদাল (১৯টি)। শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল লড়াই। একদিকে প্রথম অস্ট্রিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন ডমিনিখ থিয়েম। অন্যদিকে নিজের রেকর্ডটা আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য নোভাক জকোভিচের। প্রথম সেটটা জিতে নিলেন জকোভিচ। সবাই ভাবল, পুরনো রাজার জয়টা বুঝি বেশ সহজেই হয়ে যাবে। কিন্তু দর্শকদের মন বদলাতে সময় লাগল না। টানা দুই সেট জিতে নিলেন অস্ট্রিয়ান তরুণ। এবার জকোভিচ ভক্তরা বেশ চিন্তা পড়ে গেল। তাহলে কী অতীতের গতিপথ বদলে দিচ্ছেন ডমিনিখ থিয়েম! কিন্তু ২-১ সেটে পিছিয়ে থেকেও নোভাক জকোভিচ ম্যাচটা জিতলেন ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে। ম্যাচ পয়েন্টটা জয়ের পর তার নিরুত্তাপ উদযাপন দেখে মনে হচ্ছিল, এমন জয়টা তার যেন জানাই ছিল! জয়ের পর জকোভিচ বললেন, ‘নিশ্চয়ই এই কোর্টটা আমার সবচেয়ে প্রিয় কোর্ট। বিশ্বের সবচেয়ে প্রিয় স্টেডিয়াম। এখানে আবার চ্যাম্পিয়ন হয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।’ জকোভিচের এই জয় তরুণ টেনিস খেলোয়াড়দের জন্য আবারও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল। গত ১৩টা গ্র্যান্ডস্লাম ট্রফি ফেদেরার, নাদাল ও জকোভিচ ভাগ করে নিয়েছেন। এ তিনজনের বাইরে ২০১৬ সালে স্ট্যান ওয়াওরিঙ্কাই কেবল চ্যাম্পিয়ন হয়েছেন। জকোভিচের এ জয় টেনিস দুনিয়াকে জানিয়ে দিল, বিগ থ্রি’র জয়যাত্রা সহসাই শেষ হচ্ছে না।

এদিকে ভাঙা মন নিয়েও ডমিনিখ থিয়েম বিজয়ী প্রতিপক্ষকে বুকভরা অভিনন্দন জানিয়ে গেলেন। তবে কথা দিলেন, পরের বছর আবার রড লেভার অ্যারিনাতে আসবেন তিনি। কথা দিলেন, সেবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও বেশি প্রস্তুত থাকবেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর