সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিউজিল্যান্ডকে ভারতের হোয়াইটওয়াশ

ক্রীড়া ডেস্ক

ভারতের সামনে হাতছানি ছিল হোয়াইটওয়াশের। স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে সম্মান বাঁচানোর। মাউন্ট মাঙ্গুইনের এমন সমীকরণের ম্যাচে বিরাট কোহলিবিহীন ভারত তুলে নেয় ৭ রানের জয়। এই জয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টি-২০ ক্রিকেটে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ দিল ভারত। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষেই নয়, যে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ৫-০ ব্যবধানে এই প্রথম সিরিজ জিতল দেশটি। কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। হ্যামিল্টনে প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে নিয়েছিল ভারত। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাকের চার নম্বর ম্যাচটি ‘টাই’ হয় এবং সুপার ওভারে জয় পায় ভারত। তৃতীয় ম্যাচটিও ‘টাই’ হয়েছিল। ওই ম্যাচেও ভারত জিতেছিল সুপার ওভারে। গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামে। কোহলিবিহীন দলটি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান করেন। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত। ৪১ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও  তিন ছক্কা। এছাড়া ওপেনার লোকেশ রাহুল করেন ৪৫। পাঁচ ম্যাচে দারুণ ব্যাটিং করে সিরিজ সেরা রাহুল রান করেন ২২৪। ১৬৪ রানের টার্গেট। ম্যাচটি আবার নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেইলরের জন্য বিশেষ কিছু। ক্যারিয়ারের শততম টি-২০ ম্যাচ খেলতে নামেন গতকাল এবং উদযাপন করেন ৫৩ রানের প্রত্যয়ী এক ইনিংসে। ৪৭ বলের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ২ ছক্কায়। সাইফার্ট টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন গতকাল। ৩০ বলে ৭ চার ও ছক্কায় খেলেন ৫০ রানের ছন্দোময় এক ইনিংস। গতকাল ভারতকে জয় উপহার দেন জশপ্রীত বুমরাহ।

 

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ১৬৩/৩, ২০ ওভার (রাহুল ৪৫, রোহিত ৬০ রিটায়ার্ট হার্ট, আইয়ার ৩৩*। কুগেলাইন ২/২৫, বেনেট ১/২১)।

নিউজিল্যান্ড : ১৫৬/৯, ২০ ওভার

( মুনরো ১৫, সাইফার্ট ৫০, টেইলর ৫৩, সোদি ১৬*। ওয়াশিংটন ১/২০, বুমরাহ ৩/১২, সাইনি ২/২৩)।

ফল : ভারত ৭ রানে জয়ী, সিরিজ : ভারত ৫-০ জয়ী

ম্যাচসেরা : জশপ্রীত বুমরাহ, সিরিজসেরা : লোকেশ রাহুল

 

সর্বশেষ খবর