সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাস ভীতি ক্রীড়াঙ্গনে

ক্রীড়া ডেস্ক

চীনের উহান প্রদেশ থেকে ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে জীবনঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। ক্রীড়াঙ্গনে করোনাভাইরাস ভীতি ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুটবল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বেশ কয়েকটি ম্যাচ বাতিল হতে পারে। বিশ্বজুড়েই নানান দেশ চীন থেকে আগত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে। করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে, এ কারণেই এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নির্ধারিত দিনে অনুষ্ঠিত হতে পারবে না। ফেব্রুয়ারিতে টোকিও অলিম্পিক মেয়েদের ফুটবল বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চীনের উহানে। কিন্তু তা এবার অনুষ্ঠিত হবে সিডনিতে। তাছাড়া এপ্রিলের মধ্যে চীনে কোনো ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে চীনা কর্তৃপক্ষ। এর ফলে অলিম্পিক বক্সিং এবং চাইনিজ বাস্কেটবল লিগও স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর