বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা...

টেস্ট খেলতে পাকিস্তান গেলেন মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক

জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা...

সপ্তাহখানেক আগে পাকিস্তানে গিয়ে টি-২০ সিরিজে কী করেছিলেন টাইগাররা? নিশ্চয়ই ক্রিকেটামোদীরা ভুলে যাননি! দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই হার। তৃতীয়টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বিধায় কাগজে-কলমে ‘হোয়াইটওয়াশ’ করতে পারেনি পাকিস্তান!

এবার সেই বিভীষিকাময় পাকিস্তানেই টেস্ট খেলতে গেল বাংলাদেশ দল। মুমিনুল হকের দল গতকাল সন্ধ্যায় ঢাকা ছেড়েছে। তবে এবার আর বিশেষ বিমানের ব্যবস্থা নেই। তাই সরাসরি ভেন্যু রাওয়ালপিন্ডিতে যাওয়ার উপায় নেই। পাকিস্তানে তাদের কাতার হয়ে যেতে হবে।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে ভারতের বিরুদ্ধে। সেই সিরিজে পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। তারপরও ভারতের বিরুদ্ধে সবচেয়ে ভালো খেলা মুশফিকুর রহিমই নেই পাকিস্তান সফরের দলে। তবে ফিরেছেন তামিম ইকবাল।

সে যাই হোক, টি-২০ সিরিজে পাকিস্তানে ভরাডুবির পর টেস্টের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন হয়েছে? বিসিএলে দারুণ পারফর্ম করেছেন ক্রিকেটাররা। তামিম ৩৩৪ রানের ঐতিহাসিক এক ইনিংস খেলেছেন। মুমিনুল হক, লিটন দাসরা সেঞ্চুরি করেছেন। অন্যরাও দারুণ ব্যাটিং করেছেন। বোলিংও ভালোই হয়েছে। তারপরও প্রস্তুতি নিয়ে মোটেও সন্তুষ্ট নন স্বয়ং কোচ রাসেল ডমিঙ্গো।

পাকিস্তান সফরে যাওয়ার আগের দিন প্রস্তুতি নিয়ে তিনি মিডিয়াকে বলেছেন, ‘এটা মোটেও আদর্শ প্রস্তুতি নয়। টেস্ট ম্যাচ খেলতে আপনি অন্তত সাত কিংবা আট দিন আগে সেখানে যাওয়ার চেষ্টা করবেন। একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন। দুই দিন অনুশীলন করবেন। তাই প্রস্তুতিটা আমাদের জন্য ভালো হয়নি।’

কোচের সুরে কথা বলেছেন অধিনায়ক মুমিনুল হকও, ‘এটা আমাদের হাতে নেই। এ নিয়ে মন্তব্য করাও কঠিন। যেহেতু হাতে নেই, এটা আবহাওয়ার মতোই ব্যাপার, নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। তার আগে পাকিস্তানের মাটিতে অনুশীলন করার মাত্র ২ দিন সময় পাচ্ছে বাংলাদেশ দল। অথচ এই পাকিস্তানে টাইগাররা সর্বশেষ টেস্ট খেলেছিল এক যুগ আগে। এমন এক অচেনা জায়গায় গিয়ে চাইলেই কি ভালো খেলা সম্ভব? এমন প্রশ্নের উত্তর দেবে কে?

এমনিতেই তিন ফরম্যাটের ক্রিকেটের

মধ্যে টেস্ট ক্রিকেটকেই সবচেয়ে বেশি ভয় বাংলাদেশের। অন্যদিকে পাকিস্তান দুর্দান্ত এক দল সাদা পোশাকে। তারা ে

খলবে নিজের মাটিতে। সবকিছু মিলে টাইগাররা যেন জেনেশুনেই ‘বিষ’ পান করতে যাচ্ছেন!

পাকিস্তান সফরটা যেন ক্রিকেটারদের কাছেও ‘গলার কাঁটা’ হয়ে গেছে! হঠাৎ করে গিয়ে তাদের ভালো খেলতেই হবে! ভালো করতে না পারলে সমালোচনা তো আছেই। টি-২০ সিরিজের পর যেমনটা হয়েছে।

প্রশ্ন উঠতে পারে, এমন পরিস্থিতির মধ্যেও তো শ্রীলঙ্কা দল পাকিস্তানে গিয়ে তাদের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছিল। তবে টেস্ট খেলতে গিয়ে লঙ্কানরা খানিকটা বাস্তবতা টের পেয়েছিল। তিন ম্যাচের সিরিজে তারা পাকিস্তানের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে।

যদিও এসব নিয়ে এখন আর ভাবার সময় নেই বাংলাদেশ দলের। বরং জয়ের স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছেন টাইগাররা। দলপতি মুমিনুল হক বলেছেন, ‘আশা করছি ভালো হবে, যদি আফগানিস্তানের বিরুদ্ধে যেসব ভুল করেছিলাম তা আর না করি।’

কোচ ডমিঙ্গো তো বলেই দিয়েছেন, ‘যদি আগেই বলি আমরা জিততে পারব না, তাহলে তো না যাওয়াই ভালো! তবে আমি আত্মবিশ্বাসী।’

এখন দেখার বিষয়, আসলে এই সফরে কেমন করে বাংলাদেশ!

সর্বশেষ খবর