বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে ভারতের যুবারা

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ ফাইনালে ভারতের যুবারা

বড় কিংবা ছোট। যে বিশ্বকাপই হোক না কেন ভারতের কাছে পাত্তাই পায় না পাকিস্তান। গতকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের যুবারা পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল। ৯ ফেব্রুয়ারি তারা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে সেমিতে যারা জিতবে তাদের বিপক্ষে ফাইনাল খেলবে। লড়াইটা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বলে অনেকের আশা ছিল ম্যাচ উপভোগ্য হবে। কিসের কি! বোলিং ও ব্যাটিংয়ে দাপটের স্বাক্ষর রেখে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি ভারত। পচেফস্ট্রুম টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ৪৩.১ ওভারেই তারা ১৭২ রানে অলআউট হয়ে যায়। রোজায়েল নাজির সর্বোচ্চ ৬২, হায়দার আলী ৫৬ রান করেন। মিশ্রা ২৮ রানে ৩ উইকেট পান। পরে জাইসওয়াল ও সাক্সসেনা দুজনা ব্যাট করে ভারতকে বিনা উইকেটে জিতিয়ে দেন। জাইসাওয়াল ৪ ছয়, ৮ বাউন্ডারিতে ১১৩ বলে ১০৫ রান করেন। সেঞ্চুরির জন্য ম্যাচসেরা পুরস্কার জেতেন তিনি। অন্যদিকে সাক্সসেনা ৯৯ বলে ৫৯ রান করেন। ৩৩.২ ওভারে ১৭৬ রান সংগ্রহ করে ভারত।

সর্বশেষ খবর