বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ওয়ানডেতে অন্য নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

হোয়াইটওয়াশ হয়েছে টি-২০ সিরিজে। কিন্তু ওয়ানডেতে দেখা গেল অন্য নিউজিল্যান্ডকে। হ্যামিল্টনের সেডন পার্কে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের রান বন্যায় ভেসে যাওয়া প্রথম ম্যাচটি কিউইরা ৪ উইকেটে জিতেছে দুর্দান্ত ফর্মে থাকা রস টেলরের সেঞ্চুরিতে। পর্বতসমান টার্গেট ৩৪৮ রান টপকেছে ব্ল্যাক ক্যাপসরা সাবেক অধিনায়ক ক্যারিয়ারের ২১ নম্বর সেঞ্চুরিতে। স্বাগতিকরা যখন ম্যাচ জিতে মাঠ ছাড়ছিল, তখনো বল বাকি ছিল ১১টি টেলরের অবিশ্বাস্য ব্যাটিংয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ডও গড়েছে নিউজিল্যান্ড।

 টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে গতকাল প্রথমে ব্যাট করতে নামে বিরাট কোহলির ভারত। শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরি ও কোহলি এবং টি-২০ সিরিজ সেরা লোকেশ রাহুলের জোড়া হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৭ রান করে ভারত। ৫৪ রানে দুই ওপেনার পৃথ্বীশ ও মায়াঙ্ক আগারওয়ালের বিদায়ের পর জুটি গড়েন আইয়ার ও কোহলি। দুজনে ২০ ওভারে যোগ করেন ১০২ রান। কোহলি ব্যক্তিগত ৫১ রানে সাজঘরে ফিরলেও আইয়ার তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১০৩ রানে দুর্দান্ত ইনিংসটি খেলেন ১০৭ বলে ১১ চার ও এক ছক্কায়। তিনি ও রাহুল চার নম্বর জুটিতে যোগ করেন ১৩৬ রান। রাহুল ৮৮ রানের হার মানা ইনিংসটি খেলেন মাত্র ৬৪ বলে ৩ চার ও ৬ ছক্কায়। তিনি এতটাই আক্রমণাত্মক ছিলেন, শেষ ১৯১ রান যোগ হয় মাত্র ২১.১ ওভারে। টার্গেট ৩৪৮। পর্বতসমান স্কোর তাড়া করতে স্বাগতিক ব্যাটসম্যানরা শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে। ওপেনার নিকোলাস ৮২ বলে ৭৮ রান করলেও ম্যাচের ভাগ্য গড়েন দেন টেইলর। ১০৯ রানের হারা না মানা ইনিংসটি খেলেন মাত্র ৮৪ বলে ১০ চার ও ৪ ছয়ে। শেষ দিকে অধিনায়ক টম ল্যাথামও যোগ্য সাহচর্য দেন ৪৮ বলে ৬৯ রান করে।       

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ৩৪৭/৪, ৫০ ওভার ( শ্রেয়াস আইয়ার ১০৩, বিরাট কোহলি ৫১, লোকেশ রাহুল ৮৮*। টিম সাউদি ২/৮৫)।

নিউজিল্যান্ড : ৩৪৮/৬, ৪৮.১ ওভার ( রেস টেইলর ১০৯*, মার্ক নিকোলাস ৭৮, টম ল্যাথাম ৬৯*। কুলদ্বীপ যাদব ২/৮৪)।

ফল : নিউজিল্যান্ড ৪ উইকেরেট জয়ী।

ম্যাচ সেরা : রস টেইলর   

সর্বশেষ খবর