শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
রাওয়ালপিন্ডি টেস্ট শুরু আজ

১৬ বছর পর পাকিস্তানে সাদা পোশাকে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

১৬ বছর পর পাকিস্তানে সাদা পোশাকে টাইগাররা

এক যুগ আগে বাংলাদেশ সর্বশেষ পাকিস্তান সফর করেছিল। ২০০৮ সালের পর দেশটির বিপক্ষে বহু ম্যাচ খেলেছে। কিন্তু দেশটিতে সফর করেনি। অবশেষে গত মাসে সর্বোচ্চ নিরাপত্তায় টি-২০ সিরিজ খেলে আসে। এখন দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি খেলতে রাজধানী ইসলামাবাদে অবস্থান করছে। আজ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টটি খেলতে নামছে এবং করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে এপ্রিলে। সব মিলিয়ে দেশটির বিপক্ষে এটা ১১ নম্বর টেস্ট এবং পাকিস্তানের মাটিতে পঞ্চম। দেশটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল আরও আগে, ২০০৩ সালে। মুলতানের ওই টেস্টটি এখনো দুঃখের এক নাম। চার দিন ম্যাচের নিয়ন্ত্রণ রেখেও হেরেছিল ইনজামাম উল হকের অবিশ্বাস্য ব্যাটিংয়ে।

লাহোর, করাচির মতো পরিচিত নয় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। তার ওপর স্টেডিয়ামটি খুব সুখকরও নয় স্বাগতিকদের কাছে। ৯ টেস্টে হার ও জিতের সঙ্গে ড্রয়ের সংখ্যাও সমান। তিনটি করে জয়, পরাজয় ও  ড্র রয়েছে দেশটির নামের পাশে। আজ চতুর্থ জয়ের সন্ধানে নামবে স্বাগতিকরা। মুমিনুলের বাংলাদেশ নামছে প্রথমবারের মতো। এর আগে মুলতানে দুবার এবং করাচি ও পেশোয়ারে একবার করে টেস্ট খেলেছে টাইগাররা। ২০০১ সালে পাকিস্তানে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। মুলতানে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে হেরেছিল ইনিংস ও ২৬৪ রানে। দুই ইনিংসে টাইগারদের স্কোর ছিল ১৩৪ ও ১৪৮। ২০০৩ সালের সফরটি ছিল দেশের বাইরে সেরা পারফরম্যান্স। করাচিতে প্রথম টেস্টে হেরেছিল ৭ উইকেটে। হাবিবুল বাশারের ৭১ ও ১০৮ রানে ভর করে বাংলাদেশের স্কোর ছিল ২৮৮ ও ২৭৪। পেশোয়ারে সিরিজের দ্বিতীয় টেস্টে জাভেদ ওমর বেলিম গুল্লুর ১১৯ রানে ভর করে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৬১। পাকিস্তান করেছিল ২৯৫। টেস্টে প্রথমবারের মতো কোনো দেশের বিপক্ষে এগিয়েছিল বাংলাদেশ। ৬৬ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ৯৬। ম্যাচটি পাকিস্তান জিতেছিল ১ উইকেট হারিয়ে। মুলতানে জয়ের অবস্থানে থেকেও ইনজামাম উল হকের অতিমানবীয় সেঞ্চুরিতে হেরে যায় ১ উইকেটে। বাংলাদেশ করেছিল ২৮১ ও ১৫৪ এবং পাকিস্তানের স্কোর ছিল ১৭৫ ও ৯ উইকেটে ২৬২।

সর্বশেষ খবর