শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘আকবর দ্য গ্রেট’

‘আকবর দ্য গ্রেট’

মেহেদি হাসান মিরাজ পারেননি। ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে শক্তিশালী দল নিয়েও তিনি আটকে যান সেমিফাইনালে। কিন্তু আকবর আলী পেরেছেন। প্রথমবারের মতো বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন বিশ্বকাপের ফাইনালে। সৃষ্টি করেছেন নতুন ইতিহাস।

‘আকবর দ্য  গ্রেট’ মুঘল  সম্রাট আকবরের মতো  বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবরও এখন প্রশংসায় ভাসছেন। টাইগার ক্যাপ্টেনের ছবি দিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে লিখছেন ‘আকবর দ্য গ্রেট’। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত।  গতকাল পচেফস্ট্রুমে ফাইনালেও জয়ের প্রত্যয় ব্যক্ত করেন আকবর, ‘আমরা  জানি ভারত খুবই শক্তিশালী দল। তবে ফাইনাল আমাদের কাছে আলাদা কিছু নয়। সেমিফতে  যেভাবে স্বাভাবিক খেলা প্রদর্শন করে জিতেছি, ফাইনালেও লক্ষ্য একই থাকবে।’ 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর