রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
স্বপ্নের ফাইনাল

‘আমরা পারিনি, তোমরা দেখিয়ে দাও’

——মেহেদী হাসান মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগার যুবাদের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে দারুণ খেলছিলেন তারা। টুর্নামেন্টসেরা হয়েছিলেন মিরাজ। কিন্তু সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়ে কান্নায় বুক ভাসিয়েছিলেন টাইগার যুবারা। আরও একবার বিশ্ব জয়ের স্বপ্ন বুকে নিয়ে অদম্য সাহসে ছুটে চলেছে টাইগার যুবারা। ফাইনালে তারা আজ মুখোমুখি হচ্ছে ভারতের। মিরাজরা ফাইনাল খেলতে পারেননি। কিন্তু আশায় আছেন, অনুজরা কেবল ফাইনাল খেলাই নয় বরং বিশ্ব জয় করেই দেশে ফিরবেন।

চার বছর আগে ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছিল। এটাই ছিল যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা অর্জন। ফাইনাল নিশ্চিত করে আকবররা সেই রেকর্ড এরই মধ্যে নিজেদের করে নিয়েছেন। আজ চ্যাম্পিয়ন হতে পারলে দারুণ একটা মাইলফলকই স্থাপন করবেন তারা। মেহেদী হাসান মিরাজ বলছেন, ‘আকবর, মাহমুদুল হাসান জয়দের একটাই কথা বলব। আমরা যে কাজটা করে আসতে পারিনি তোমরা সেটা করে দেখাও। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও। আমরা সবাই তোমাদের দিকে তাকিয়ে।’ কেবল মিরাজরাই তো নয়, পুরো দেশই তাকিয়ে আছে টাইগার যুবাদের দিকে।

সর্বশেষ খবর