সুইং, গতি, বাউন্সে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাজেহাল করার পর এখন লাল চোখে শাসান টাইগার বোলাররা। গতকাল পচেফস্ট্রোমে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা টাইগার বোলাররা চোখে চোখ রেখে লড়াই করেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চোখে চোখে রেখে এখন কথা বলেন বাংলাদেশের বোলাররা! অথচ একসময় প্রতিপক্ষ বোলারদের চোখ রাঙানিতে ভীত হয়ে মুখ নামিয়ে ফেলতেন টাইগার…