মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফাইনালে অপ্রীতিকর ঘটনায় তদন্ত

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে অপ্রীতিকর ঘটনায় তদন্ত

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছে বাংলাদেশ। কিন্তু পরাজয়ের বেদনা সঙ্গে সঙ্গেই সহ্য করতে পারেনি ভারতীয় যুবারা। ম্যাচ শেষ হওয়ার ঠিক সঙ্গে সঙ্গেই টাইগার যুবাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যায় ভারতীয় ক্রিকেটাররা। মিনিটজুড়ে চলা এ লড়াই দেখে লজ্জিত ক্রিকেট দুনিয়া। তবে আইসিসি তদন্ত করে কঠিন শাস্তিরই ইঙ্গিত দিয়েছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী বলেছেন, ‘এমন ঘটনা ঘটা ঠিক হয়নি।’ ঘটনাটা ঘটে জয়সূচক রানটা নেওয়ার পর পরই। বাংলাদেশ মাঠে প্রবেশ করে উৎসব করতে থাকলে ভারতীয় ক্রিকেটাররা হাতাহাতিতে জড়িয়ে যায়। ভারতীয়রা অবশ্য অভিযোগ করেছে, বাংলাদেশের ক্রিকেটাররা নাকি তাদেরকে ম্যাচজুড়েই স্লেজিং করেছে। এতে তারা বিরক্ত ছিল। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার প্যাটেল বলেছেন, আইসিসি তদন্ত করবে বিষয়টা। তারা ভিডিও দেখে সিদ্ধান্ত নিবে। যারাই দোষী হোক, শাস্তির মুখে পড়তে হবে তাদের।

সর্বশেষ খবর