মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিকে ব্রাজিল

বিশ্বকাপে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। অথচ অলিম্পিক গেমসে ফুটবলে সোনা জেতাটা তাদের স্বপ্নে পরিণত হয়েছিল। একাধিকবার ফাইনাল খেলেছে কিন্তু শিরোপা জেতা সম্ভব হচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য মান রক্ষা হয়েছে। ২০১৬ সালে নিজেদের দেশে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে ব্রাজিল সোনা জিততে সমর্থ হয়েছে। এবার ২০২০ সালে টোকিওতে অলিম্পিক হবে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল দুনিয়া কাঁপানো এ গেমসে জায়গা করে নেয় আগেই। কিন্তু ব্রাজিল টোকিওর টিকিট পাবে কিনা এ নিয়ে সংশয় ছিল। বাঁচা-মরার লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে বিধ্বস্ত করেই অলিম্পিকে জায়গা করে নিয়েছে। ৩-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল। আক্রমণাত্মক খেলা খেলে ১১ মিনিটেই পাইওনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস কুনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করেন কুনিয়া। স্বাগতিক জাপানসহ ১৬ দল নিয়ে হবে অলিম্পিকে পুরুষদের ফুটবল ইভেন্ট। কনসেবল থেকে সুযোগ পেয়েছে দুটি দল।

সর্বশেষ খবর