শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অলিম্পিকে খেলবেন সালাহ!

ক্রীড়া ডেস্ক

অলিম্পিকে খেলবেন সালাহ!

কয়েক মাস পরই টোকিও অলিম্পিক। সর্ববৃহৎ এ ক্রীড়া আসরের অন্যতম আকর্ষণ ফুটবল। এরই মধ্যে স্বাগতিক জাপানসহ অলিম্পিক ফুটবল নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, রুমানিয়া, স্পেন, নিউজিল্যান্ড, মিসর, আইভরি কোস্ট, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং দক্ষিণ কোরিয়া। মেসি ও নেইমারকে হয়ত এবারের অলিম্পিকে পাওয়া যাবে না। তবে তারকার ঘাটতি মিটিয়ে দিতে পারেন মোহাম্মদ সালাহ। মিসরের জার্সিতে অলিম্পিকে দেখা যেতে পারে তাকে। এমনটাই জানিয়েছেন মিসরের কোচ শাওকি গারিব। ৫০ সদস্যের প্রাথমিক দলে স্থান পেয়েছেন সালাহ। তবে চূড়ান্ত দলে থাকবেন কি না তা নির্ভর করছে সালাহ ও লিভারপুলের ওপর। ফিফার নিয়ম অনুযায়ী টোকিও অলিম্পিকের জন্য কোনো ফুটবলারকে ছাড়তে বাধ্য নয় ক্লাবগুলো। আগস্টে শুরু হওয়া এ গেমসের সময়ই শুরু হবে প্রিমিয়ার লিগ। সেই হিসেবে লিভারপুল তাদের সেরা তারকাকে ছাড়বে কি না এখনই বলা কঠিন। অবশ্য সালাহ চাইলে বিষয়টা মেনে নিতে পারে লিভারপুল। মোহাম্মদ সালাহ এর আগে ২০১২ অলিম্পিকে অংশ নিয়ে তিনটি গোল করেছিলেন। সেবার মিসর কোয়ার্টার ফাইনাল খেলেছিল। অলিম্পিকে মিসরের সেরা সাফল্য শীর্ষ চারে খেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর