রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিসিএলে সেঞ্চুরি নাজমুল ইয়াসিরের

ক্রীড়া প্রতিবেদক

বিসিএলে সেঞ্চুরি নাজমুল ইয়াসিরের

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। আজকালের মধ্যেই দল ঘোষণা করবেন। সেখানে ফিরতে পারেন অনেকেই। বাদও পড়বেন। রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক সাইফ হাসানকে হয়তো বাদ পড়তে হতে পারে। বিসিএলের তৃতীয় রাউন্ডে সেন্ট্রাল জোনের হয়ে উভয় ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। উভয় ইনিংসে তার ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ২ রান। সাইফের ব্যর্থতার ম্যাচে সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী চৌধুরী। অবশ্য নাজমুল ব্যর্থ ছিলেন প্রথম ইনিংসে। দুজনেই সেঞ্চুরি করেছেন দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও মার্শাল আইয়ুব। সাউথ জোনের বিপক্ষে নাজমুলের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোন ৬ উইকেটে ২০৯ রান করেছে। এগিয়ে রয়েছে ৩৩০ রানে। প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল সেন্ট্রাল জোন। জবাবে ৪ উইকেটে ১১৪ রান তুলে সবাইকে বিস্মিত করে ইনিংস ঘোষণা করেন সাউথ জোনের অধিনায়ক আব্দুর রাজ্জাক রাজ। কারণ হিসেবে বলে, গোলাপী বলে ফাইনাল খেলার জন্য যাতে সেন্ট্রাল জোন বোনাস পয়েন্ট না পায়। নাজমুল ১২২ রানের হার না মানা ইনিংসটি খেলেন ১৮৯ বলে ১৫ চারে। নর্থ জোন ও ইস্ট জোনের ম্যাচে সেঞ্চুরি করেছেন ইয়াসির আলী। তার অপরাজিত ১৩৪ রানে ভর করে ৭ উইকেটে ২৬১ রান করে ইস্ট জোন। নর্থ জোন প্রথম ইনিংসে মুশফিকের সেঞ্চুরিতে ২৭২ রান করেছিল।    

সর্বশেষ খবর