রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দুই বছর নিষিদ্ধ ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

দুই বছর নিষিদ্ধ ম্যানসিটি

দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ইংলিশ প্রিমিয়ার চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তারা খেলতে পারবে না উয়েফার কোনো টুর্নামেন্ট। উয়েফা ক্লাব লাইসেন্স এবং ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতি ভঙ্গ করাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও গুনতে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে। অবশ্য চলতি বছর ঠিকই খেলে যাবে ম্যানসিটি। এই রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে ম্যানসিটি। দীর্ঘদিন ধরেই ম্যানসিটির বিপক্ষে উয়েফার নিয়মভঙ্গের অভিযোগ করা হচ্ছিল। ২০১২-১৬ সালে উয়েফার কাছে জমা দেওয়া রিপোর্টে স্পন্সরশিপ থেকে প্রাপ্ত অর্থের ক্ষেত্রে গোলমাল আছে। এক্ষেত্রে উয়েফার তদন্তে উপযুক্ত পদক্ষেপ নেয়নি ম্যানসিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে শাস্তি দেওয়ায় খুশি লা লিগা প্রেসিডেন্ট জাভিয়ের টেবাস। তিনি বলেন, ‘অবশেষে একটা কার্যকর সিদ্ধান্ত নেওয়া হলো।’ এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি ফুটবলের মঙ্গলের জন্যই প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে ম্যানসিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্লাবের প্রতি অন্যায় করা হয়েছে। তারা অভিযোগ করেছে, কোনো তদন্ত করার আগেই শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। ম্যানসিটি কর্তৃপক্ষ যাই বলুক, প্রিমিয়ার লিগেও তারা শাস্তির মুখে পড়তে পারে আইনভঙ্গের জন্য। সেক্ষেত্রে পয়েন্ট কমিয়ে দেওয়া হতে পারে দলটির। সবমিলিয়ে পেপ গার্ডিওলা বেশ বড় সঙ্কটেই পড়তে যাচ্ছেন। বর্তমান চুক্তির আলোকে আগামী বছরের জুন পর্যন্ত ম্যানসিটিতে থাকবেন সাবেক এ বার্সেলোনা কোচ।

 

সর্বশেষ খবর