বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
আলো ছড়াচ্ছেন

তরুণ হরল্যান্ড

ক্রীড়া ডেস্ক

তরুণ হরল্যান্ড

জন্ম ইংল্যান্ডের লিডসে। তবে বেড়ে ওঠেছেন নরওয়েতে। তারপর নরওয়ে ও অস্ট্রিয়া হয়ে চলে এসেছেন জার্মানির ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডে। অথচ ইংলিশ বংশোদ্ভূত আরলিং হরল্যান্ড এক সময় জার্মানির ক্লাব হফেনহেইমে ট্রায়াল দিয়ে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু লক্ষ্যে অবিচল ছিলেন তিনি। শত বাধা বিপত্তি পেছনে ফেলে ইউরোপের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে ছুটছেন। নরওয়ের এই ফুটবলারের দারুণ পারফরম্যান্সেই গত মঙ্গলবার নিজেদের মাঠে ফরাসি ক্লাব পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বুরুসিয়া ডর্টমুন্ড। মৌসুমের প্রথমার্ধে হরল্যান্ড খেলেছেন অস্ট্রিয়ান ক্লাব রেড বুল স্যালজবার্গের জার্সিতে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে সেই ক্লাবের জার্সিতে ৮ গোল করেছেন তিনি। এবার নকআউট পর্বে বুরুসিয়া ডর্টমুন্ডের জার্সিতেও গোলের বন্যা ছুটিয়ে চলেছেন তিনি। শেষ ষোলোর প্রথম লেগে দলের পক্ষে দুটি গোলই করেন তিনি। নেইমারের গোলেও তাই পরাজয় এড়াতে পারেনি পিএসজি। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১০ গোল করেছেন হরল্যান্ড। তার সমান গোল আছে কেবল বায়ার্ন মিউনিখের রবার্ট লেবান্দোভস্কির। মেসি- রোনালদোরা এবার অনেকটাই পেছনে পড়ে আছেন। এদিকে পিএসজি অ্যাওয়ে ম্যাচে হারলেও নেইমারের গোল কোয়ার্টার ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। নিজেদের মাঠে ১-০ গোলে জিতলেই শেষ আটে খেলতে পারবে পিএসজি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর