বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
ইনজামামের চোখে

তিন গ্রেট ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

নিজে বিখ্যাত ক্রিকেটার ছিলেন। ১৯৯২ সালে পাকিস্তান বিশ্বজয়ের পেছনে তার অবদানও কম নয়। হ্যাঁ, কিংবদন্তি ইনজামাম উল হক। নিজের বা সতীর্থদের কারও গুণকীর্তন না গেয়ে তিন ক্রিকেটারের নাম স্মরণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। ইউটিউব চ্যালেনকে দেওয়া সাক্ষাৎকারে উচ্চারণ করেছেন ভিভিয়ান রিচার্ডস, শ্রীলঙ্কার জয়সুরিয়া ও দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সের নাম। ইনজামামের মতে এই তিন গ্রেট ক্রিকেটারই পাল্টে দিয়েছেন বিশ্ব ক্রিকেটকে। রিচার্ডসকে নিয়ে ইনজামাম বলেন, ‘অনেক আগেই রিচার্ডস খেলাটা পাল্টে দেন। তখন পেসারদের পেছনের পায়ে খেলতো ব্যাটসম্যানরা। কিন্তু তিনিই প্রথম দেখিয়ে দেন পেসারদের কীভাবে সামনের পায়ে খেলতে হয়। যা অন্য ব্যাটসম্যানদের উপকারে এসেছে। ইনজামামের দ্বিতীয় পছন্দ জয়সুরিয়া। তিনি প্রথম ১৫ ওভারে ফিল্ডিংয়ে বাধ্যকতা থাকতে ছাতু বানানোর কৌশলে শ্রীলঙ্কা সফলতা পেয়েছিল মূলত জয়সুরিয়ার জন্য। পাকিস্তানি সাবেক এ অধিনায়ক ভিলিয়ার্স সম্পর্কে বলেন, ‘এখন ওয়ানডে ও টি-২০ তে যে গতিময় ক্রিকেট দেখছেন তা ভিলিয়ার্সের মারমুখী ব্যাটিংয়ের জন্য।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর