শিরোনাম
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বাফুফে নির্বাচন

সালাউদ্দিনকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না বাদল রায়

ফুটবলের বৃহত্তর স্বার্থে বাফুফের পরিবর্তনটা জরুরি হয়ে পড়েছে। তাই অন্য কেউ সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে না দাঁড়ালে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব

ক্রীড়া প্রতিবেদক

সালাউদ্দিনকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না বাদল রায়

ফুটবল ক্যারিয়ারে একটা মিল খুঁজে পাওয়া যায় কাজী সালাউদ্দিন ও বাদল রায়ের মধ্যে। আবাহনীতে সালাউদ্দিনের জার্সি নম্বর দিল ১০। মোহামেডানে শুরুতে ৭ নম্বর জার্সিতে খেললেও ১০ বছর খেলেছেন ১০ নম্বর জার্সিতে। দুজনায় মাঠ কাঁপিয়েছেন। ২০০৮ সালে আলাদা প্যানেলে বাফুফের নির্বাচন করেছেন দুজনা। কিন্তু ২০১২ ও ২০১৬ নির্বাচনে সালাউদ্দিন-বাদল রায় এক প্যানেলে নির্বাচন করেন। টানা তিন মেয়াদে সালাউদ্দিন সভাপতি ও বাদল সহসভাপতি। এবারই তারা আলাদা প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন। তাও আবার একই পদে। তরফদার রুহুল আমিন আচমকা সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দেওয়ায় অনেকের ধারণা ছিল চতুর্থ মেয়াদে সালাউদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তা যে হচ্ছে না গতকাল সংবাদ সম্মেলনেই বাদল রায়ের ঘোষণায় স্পষ্ট হয়ে উঠেছে। সকালে মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ফুটবলের বৃহত্তর স্বার্থে বাফুফের পরিবর্তনটা জরুরি হয়ে পড়েছে। তাই অন্য কেউ সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে না দাঁড়ালে আমি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তিনি বলেন, অবশ্যই আমি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে ছিলাম। আশা করেছিলাম তার নেতৃত্বেই ফুটবলে উন্নতি হবে। কিছুই হয়নি। অনেক পরিকল্পনা তৈরি করে তাকে বসার অনুরোধ রেখেছি। পাত্তাই দেননি। ফুটবলকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন। তরফদার ভাইকে চাপ খাটিয়ে নির্বাচন করতে দেননি। এভাবে তো চলতে পারে না। আমার বিশ্বাস ভোটাররা এবার ব্যালটের মাধ্যমে বিপ্লব ঘটাবেন।

সর্বশেষ খবর