রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নারী লিগে কিংসের গোল উৎসব

কিংস ১২ - ০ আনোয়ারা

ক্রীড়া প্রতিবেদক

নারী লিগে কিংসের গোল উৎসব

দীর্ঘ অপেক্ষার অবসান হলো অতীতের পুনরাবৃত্তিতেই। অর্ধযুগ পর শুরু হওয়া নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংস অতীতকেই ফিরিয়ে আনল গতকাল। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের উদ্বোধনী ম্যাচে তারা ১২-০ গোলে উড়িয়ে দেয় বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে। বাংলাদেশে নারী লিগের এমনই এক উদ্বোধনী ম্যাচে মোহামেডান স্পোর্টিং ১২-০ গোলে হারিয়েছিল ফরাশগঞ্জকে। সেই রেকর্ডটাই স্পর্শ করল বসুন্ধরা কিংসের মেয়েরা। এ জয়ে শুরুতেই কিংসের মেয়েরা জানিয়ে দিল, চ্যাম্পিয়ন হতেই লড়াইয়ে নেমেছে তারা। ছেলেদের মতোই অভিষেক আসরে মেয়েরাও চ্যাম্পিয়ন হতে প্রস্তুত।

গতকাল ম্যাচের প্রথম মিনিট থেকেই গোল উৎসব করতে থাকে কিংসের মেয়েরা। প্রথম মিনিটে গোল করেন সাবিনা খাতুন। এরপর ৪৬ ও ৬৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। চারটি গোল করে দর্শকদের দৃষ্টি কাড়েন কৃষ্ণা রানী সরকার। তিনি ৪, ১১, ৫৫ ও ৯০ মিনিটে গোল করেন। মিশরাত জাহান মৌসুমী দুটি গোল করেন ৪০ ও ৪১ মিনিটে। এছাড়াও একটি করে গোল করেন শিউলি আজিম (৫৭), নার্গিস খাতুন (৮৩) এবং মারিয়া মান্ডা (৮৭)। এক তরফা খেলে এই ম্যাচ জয়ের পর দলের কোচ মাহমুদা খাতুন বলেন, ‘আমরা আরও লড়াইয়ের আশা করেছিলাম। প্রতিপক্ষকে খেলতে দেখে মনে হলো, তারা খুব একটা প্রস্তুতি নেয়নি লিগের জন্য।’ তবে লিগ শুরু হওয়াতেই খুশি কিংস মেয়েদের কোচ। তিনি বলেন, ‘লিগ বার বার পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশায় ছিলাম। অবশেষে শুরু হওয়ায় ভালো লাগছে।’ নিজেদের ব্যাপারে মাহমুদা বললেন, ‘আমরা লিগ জয়ের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েই খেলতে নেমেছি। আশা করি লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ এ কারণেই প্রথম ম্যাচে বড় জয় পেলেও সতর্ক থেকেই মাঠে নামার কথা জানালেন তিনি।

সর্বশেষ খবর