রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চালকের আসনে নিউজিল্যান্ড

ওয়েলিংটন টেস্ট

ক্রীড়া ডেস্ক

চালকের আসনে নিউজিল্যান্ড

ওয়েলিংটন টেস্টটি রস টেইলরের জন্য বিশেষ কিছু। ক্রিকেট ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ১০০টি করে ম্যাচ খেলার বিরল কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ওয়ানডেতে ২৩১, টি-২০ ১০০ এবং টেস্টে গতকাল ১০০ নম্বর টেস্ট খেললেন সাবেক অধিনায়ক। তবে ৪৪ রানের বেশি করতে পারেননি। এর আগে নিউজিল্যান্ডের হয়ে ১০০ টেস্ট খেলেছেন ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেট্টরি। টেইলরের টেস্টে প্রথম দিন ভারতীয় ইনিংসে আঘাত হেনেছিলেন দীর্ঘকায় পেসার কাইল জেমিসন। গতকাল বিরাট কোহলিদের ইনিংস মুড়িয়ে দেন টিম সাউদি। দুই কিউই পেসারের সাঁড়াশি আক্রমণে ১৬৫ রানের বেশি করতে পারেনি সফরকারী ভারত। স্বাগতিকরা অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং দৃঢ়তায় ৫ উইকেটে ২১৬ রান তুলে নিয়ন্ত্রণে বসে পড়েছে ওয়েলিংটন টেস্টে। আজ তৃতীয়দিন ৫১ রানে এগিয়ে থেকে ব্যাটিং করবে স্বাগতিকরা। 

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথমদিন বৃষ্টি বাধায় খেলা হয়েছিল মাত্র ৫৫ ওভারে। ৫ উইকেটে ১২২ রান তুলে দিন পার করেছিল। গতকাল আগে দিনের সঙ্গে যোগ করে আরও ৪৩ রান এবং হারায় ৫ উইকেট। অধিনায়ক কোহলির অধিনায়কত্বে ভারতের এটা দ্বিতীয় সর্বনি¤œ স্কোর। এর আগে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালে অলআউট হয়েছিল মাত্র ১০৭ রানে। ৪টি করে উইকেট নেন জেমিসন ও সাউদি। নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে অধিনায়ক উইলিয়ামসনের ১৫৩ বলে ৮৯ রানের ইনিংসে ভর করে ২১৬ রান তুলে দিন পার করে।  

সর্বশেষ খবর