সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিদেশি ছাড়াই প্রিমিয়ার লিগ

যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম)। এবার প্রিমিয়ার ক্রিকেট লিগে দেখা যাবে না কোনো বিদেশি ক্রিকেটার। গতকাল ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে সিসিডিএম এমন সিদ্ধান্তই নিয়েছে। সভায় ১৫ মার্চ প্রিমিয়ার ক্রিকেট শুরুর তারিখ নির্ধারিত হয়েছে। ১২ ক্লাবের দল-বদল ৩, ৪ ও ৫ মার্চ আগের নিয়মেই অনুষ্ঠিত হবে। প্রথম ৩/৪ রাউন্ড খেলা হবে কক্সবাজারে। লিগ শেষে সুপার সিক্সের দলগুলো নিয়ে অনুষ্ঠিত হবে টি-২০ টুর্নামেন্ট। ১৯৭৬-৭৭ মৌসুমে প্রথমবার ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে বিদেশি ক্রিকেটার অংশ নেয়। ১৯৭৯ সাল থেকে নিয়মিত খেলছিল বিদেশি ক্রিকেটার। কিন্তু এবারই না খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় সিসিডিএম। সভা শেষে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম বলেন, ‘সুপার লিগের ছয়টি দল নিয়ে টি-২০ টুর্নামেন্ট আয়োজন করব। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে। এতে করে টি-২০ অনুশীলনটা হবে।’

সর্বশেষ খবর