বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মুশফিকের দিকে তাকিয়ে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দলে ছিলেন না সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাই জিম্বাবুয়ের বিরুদ্ধে মিস্টার ডিপেন্ডেবলকে দলে নেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় ছিল! কিন্তু সেই মুশফিকই ডাবল সেঞ্চুরি করে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টে গতকাল ম্যাচসেরা হয়ে গেলে। সামনে এপ্রিলে দ্বিতীয় টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। বিসিবি আশা করছে এবার দলের সঙ্গে পাকিস্তান যাক মুশফিক। গতকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়ের পর শেরেবাংলা  স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা আশা করছি ও যাবে। সে শুধু না, যাকেই সিলেক্ট করা হবে সেই যাবে। প্রত্যেক চুক্তিবদ্ধ ক্রিকেটারেরই যাওয়া উচিত। এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি একজন ক্রিকেটারকে দেশের কথাও ভাবতে হবে, শুধু নিজের কথা ভাবলে হবে না। পরিবারও গুরুত্বপূর্ণ; তবে সবার আগে দেশ। এই কথাটা সবার মাথায় রাখতে হবে।’ পাকিস্তান সফর করার আগে নাজমুল হাসান বলেছিলেন, তারা কোনো ক্রিকেটারকে জোর করবে না।

সর্বশেষ খবর