বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হতাশ জেমি ডে!

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলের কোচ আসছেন আর যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো বিদেশি কোচ এত ঘন ঘন ছুটি কাটানোর নজির নেই। অবশ্য জেমি ঢাকায় থেকে করবেনই বা কি? কাজতো নেই। বঙ্গবন্ধু গোল্ডকাপের পর তিনি ছুটি কাটাতে লন্ডনে ফিরে যান। আসার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। জ্বরে আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময়ে ফিরতে পারেননি। ১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ উপভোগ করেন ইংলিশ এ কোচ। আবারও ছুটিতে গেছে। তবে এবার গেছেন উয়েফা প্রো লাইসেন্স কোর্সে। ৪ মার্চ তার ঢাকা ফেরার কথা। বার বার ছুটিতে গেলেও চুক্তি মোতাবেক বেতন পেয়ে যাচ্ছেন ঠিকই।  বাংলাদেশ প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ দেখেই হতাশ ডেমি ডে। তার কথা শীর্ষস্থানীয় দলগুলোয় জাতীয় দলের খেলোয়াড়রা গুরুত্ব পাচ্ছেন না। ৬/৭ জন তো সাইড লাইনে বসে আছে। যারা খেলেছেন তাদের পারফরম্যান্সও সন্তোষজনক নয়। ম্যাচে বিদেশি ফুটবলারদের প্রাধান্য। জাতীয় দল ভালো না করার পেছনে এটাই বড় কারণ মনে করেন জেমি।  জেমি আক্ষেপ করলেও ইনজুরির কারণে বেশ কজন স্থানীয় ফুটবলার খেলতে পারছেন না। জেমির কথা ইনজুরি অবশ্যই ম্যাচের অংশ। কিন্তু ভালো না করলে আমাকে বিকল্প চিন্তা করতে হবে। প্রয়োজনে নতুনদের বেছে নেব। কারণ জাতীয় দলে নেই, বেশ কজন তরুণের পারফরম্যান্স আমার চোখে পড়েছে। উল্লেখ্য ২৬ মার্চ সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ভারত ও ওমানের বিপক্ষে ফিরতি ম্যাচও ঢাকায়। জেমি চাচ্ছেন ঘরের মাঠে কমপক্ষে একটি জয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর