বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বার্সাকে রুখে দিল নেপোলি

নেপোলি ১ ।। ১ বার্সা

ক্রীড়া ডেস্ক

বার্সাকে রুখে দিল নেপোলি

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বেশ সতর্কতার সঙ্গে ইতালি গিয়েছিলেন লিওনেল মেসিরা। সতর্ক ছিলেন ম্যাচ নিয়েও। কিন্তু ম্যারাডোনার সাবেক ক্লাব নেপোলির মাঠ থেকে জয় নিয়ে বাড়ি ফিরতে পারেননি মেসিরা। গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে নেপলসের ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটে দ্রিয়েস মার্টেন্সের গোলে এগিয়ে গিয়েছিল নেপোলি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে (৫৭ মিনিটে) ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমানের গোলে সমতায় ফিরে বার্সেলোনা। তবে ম্যাচের শেষদিকে আরতুরো ভিডালের লাল কার্ড বেশ বিপদেই ফেলল কাতালানদের। ইনজুরি আক্রান্ত দল নিয়ে এমনিতেই বিপদে আছেন বার্সা কোচ। এবার ভিডালকে ছাড়াই খেলতে হবে দ্বিতীয় লেগ। অবশ্য ড্র করলেও এগিয়েই রইল কাতালানরা। প্রতিপক্ষের মাঠে গোল পাওয়ায় দ্বিতীয় লেগে নিজেদের মাঠে এমনকি গোল শূন্য ড্র করলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন মেসিরা। অবশ্য নেপোলিও ছেড়ে কথা বলবে না। নিজেদের মাঠে ড্র করার পর নেপোলির কোচ গাত্তুসো অনেকটাই হতাশ।

তিনি বলেন, ‘তারা (বার্সেলোনা) আমাদেরকে ম্যাচজুড়ে কোনো বিপদে ফেলতে পারেনি। আমরা একটা ভুল করেছিলাম। আর সেই ভুলের সুযোগেই তারা আমাদেরকে শাস্তি দিয়েছে।’ নেপোলি অধিনায়ক লরেনজো তো বলে দিলেন, ম্যাচটা জিততে পারত নেপোলি। আর বার্সা কোচ সেটিয়েন প্রতিপক্ষের মাঠে ড্র পাওয়াতেই খুশি। নিজেদের মাঠে এবার ধীরে সুস্থে খেলে জয় নিয়ে শেষ আটে যেতে চান তিনি।

সর্বশেষ খবর