বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অনিশ্চয়তায় টোকিও অলিম্পিক

ক্রীড়া ডেস্ক

অনিশ্চয়তায় টোকিও অলিম্পিক

মরণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর এখন পর্যন্ত চীনসহ সারা বিশ্বের ২৬ দেশে ৮০ হাজারের উপর লোক আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন প্রায় আড়াই হাজার। এমন অবস্থা চলতে থাকলে শেষ মুহূর্ত বাতিল হতে পারে টোকিও অলিম্পিক। কারণ নিয়ম অনুযায়ী পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এ জন্যই বাতিল হতে পারে ‘দ্য গ্রেটেষ্ট শো অন আর্থ’ অলিম্পিক। তবে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিল (আইওসি) আসর পিছিয়ে দেওয়ার বা স্থানান্তরের কোনো সিদ্ধান্ত নেয়নি। করোনাভাইরাসে এখন পর্যন্ত জাপানে মারা গেছে ৪ জন। আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের জৈষ্ঠ্য কর্মকর্তা মুখপাত্র ডিক পাউন্ড বলেন, ‘যদি রোগটি এতটাই বিপজ্জনক থাকে, তাহলে অলিম্পিক সরাসরি বাতিলই করতে হবে। কারণ, এটা আয়োজনের জন্য অনেক কিছু আমাদের পক্ষে যেতে হবে। অ্যাথলেটদের নিরাপত্তা, স্পোর্টস ভিলেজ, খাবার-দাবার,  হোটেল, সাংবাদিক বন্ধুদের নিরাপত্তা। এসব ঠিক না হলে বাতিলই করতে হবে। কিছুদিন পরই আমরা পর্যবেক্ষণ করব। যদি সব ঠিকঠাক ব্যবস্থা করা সম্ভব হয়, তাহলেই শুধু খেলা হবে, নইলে নয়। এটা পিছিয়ে দেওয়া বা স্থানান্তরের কোনো সুযোগ নেই।’ অবশ্য এ বিষয়ে মে মাসে সিদ্ধান্ত হবে। ২৪ জুলাই শুরু হবে হওয়ার কথা টোকিও অলিম্পিকের। সারা বিশ্বের ২০০ দেশের প্রায় ১১ হাজার অ্যাথলেটের অংশ নেওয়ার কথা।

সর্বশেষ খবর