শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
গোল পাননি রোনালদো

জুভেন্টাস-চেলসির হতাশার রাত

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাস-চেলসির হতাশার রাত

সিরি এ-তে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পর্শ করেছেন আর্জেন্টিনার কিংবদন্তির স্ট্রাইকার গাব্রিয়েল বাতিস্তুতাকে। অথচ পরশু রাতে ফরাসি ক্লাব লিও’র বিপক্ষে গোলের দেখা পাননি বিশ্বসেরা জুভেন্টাসের বিশ্বসেরা স্ট্রাইকার রোনালদো। শুধু বিশ্বসেরা স্ট্রাইকারই নন, পাওলো দিবালার ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স লেগের শেষ ১৬-এর প্রথম লেগে ১-০ গোলে হেরে গেছে লিও’র কাছে। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফুটবল ইতিহাসে জুভেন্টাসের বিপক্ষে এটাই প্রথম জয় লিও’র। ১৭ মার্চ ফিরতি লেগে অবশ্য ঘরের মাঠে খেলবে জুভেন্টাস। একই দিন রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে ম্যানচেষ্টার সিটি। চেলসিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ৫ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।      

হারলেও লিও’র মাঠে একচেটিয়া ফুটবল খেলেছে জুভেন্টাস। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি ইতালিয়ান জায়ান্টরা। ম্যাচে চতুর্থ মিনিটেই গোলের সুযোগ সৃষ্টি জুভরা। রোনালদোর ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন হুয়ান কুয়াদরাদো। উল্টো ৩১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে লিওকে জয় উপহার দেন তুজা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর সমতা আনতে একের পর এক আক্রমণ চালায় জুভরা। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পায়নি। ৬৮ মিনিটে সমতা আনার সুযোগ নষ্ট করেন দিবালা। আলেসান্দ্রোর কাছ থেকে বল পেয়ে যুৎসই শট নিতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। অবশ্য ৮৭ মিনিটে বল জালে পাঠিয়েছিলেন দিবালা। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয়ে যায় গোলটি।

সর্বশেষ খবর