শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

রেকর্ড গড়ে সালমাদের হারাল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

শক্তি ও সামর্থ্যে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। ক্যানবেরায় গতকাল মহিলা বিশ্বকাপের খেলায় সালমাদের গুঁড়িয়ে ৮৬ রানের রেকর্র্ড জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। একপেশে ম্যাচে স্বাগতিকদের দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির আগ্রাসী ব্যাটিংয়ে তাল হারিয়ে ফেলেন জাহানারা, সালমারা। টাইগ্রেসদের উপর চড়াও হয়ে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১৮৯ রান। যা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে দলগত সর্বোচ্চ। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ২০ ওভারে ১০৩ রানের বেশি করতে পারেনি। ৮৬ রানের হারটি আবার নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। এর আগের বড় হার ছিল ৭৯ রানে ভারত ও ইংল্যান্ডের কাছে। অস্ট্রেলিয়া ৩ ম্যাচে দ্বিতীয় জয় পেল। বিপরীতে বাংলাদেশ টানা দ্বিতীয় হারের তিক্ত স্বাদ নিয়েছে। গতকাল আরেক ম্যাচে ভারত মাত্র ৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে ভারত এখন গ্রুপে সবার উপরে।  ১৯০ রানের টার্গেটে প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ২৭ রান। হারিয়েছিল ৩ উইকেট। ভদ্রস্থ স্কোর গড়ার পেছনে অবদান রাখেন নিগার সুলতানা ও ফারজানা আক্তার ৫০ রানের জুটি গড়ে। ফারজানা সর্বোচ্চ ৩৪ রান করেন ৩৫ বলে ৪ চারে। নিগার ১৯ রান করেন ৩২ বলে। ১৩ রান করেন রুমানা ও শারমীন। এর আগে ম্যাচ সেরা হিলি ৫৩ বলে ৮৩ এবং মুনি ৫৮ বলে ৮১ রান করেন। বাংলাদেশের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার। শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া মহিলা দল : ১৮৯/১, (২০ ওভার) (হিলি ৮৩, মুনি ৮১, গার্ডনার ২২*; সালমা ১/৩৯)।

বাংলাদেশ মহিলা দল : ১০৩/৯, (২০ ওভার) (ফারজানা ৩৬, নিগার ১৯, শামীমা ১৩, রুমানা ১৩; পেরি ৪/১২, স্কুট ৩/২১, সাদারল্যান্ড ১/২১, ক্যারে ১/১৬, জোনাসেন ২/১৭)।

ফল : অস্ট্রেলিয়া ৮৬ রানে জয়ী 

ম্যাচসেরা : অ্যালিসা হিলি

সর্বশেষ খবর