শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ

সাত মাস পর বাংলাদেশের জার্সিতে অনুশীলনে মাশরাফি

গত বিশ্বকাপের পর মাঠে ফেরা হয়নি বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের দলপতি মাশরাফি বিন মর্তুজার। বিশ্বকাপের পরই গুঞ্জন ওঠে তার অবসরে যাওয়ার। তবে মুখ ফুটে কিছু বলেননি মাশরাফি। আকার-ইঙ্গিতে বুঝিয়েছেন এখনই অবসরের কথা ভাবছেন না। আগামী ১ মার্চ সিলেটে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজই কি মাশরাফির শেষ আন্তর্জাতিক সিরিজ? এমন গুঞ্জন এখন ক্রিকেটপ্রেমীদের মাঝে। তাই সিলেটে মাশরাফিকে ঘিরে গণমাধ্যমকর্মীদেরও আগ্রহটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। সিরিজ শুরু হওয়ার আগে মাশরাফির মুখ থেকেই তার ক্যারিয়ার নিয়ে কথা শুনতে গতকাল বিকালে অনুশীলনের সময় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন সাংবাদিকরা। কিন্তু সে প্রশ্নের জবাব মেলেনি। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হননি মাশরাফি। কথা বলেছেন দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা অলরাউন্ডার মো. সাইফুদ্দিন। অনেক দিন ওয়ানডে না খেলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বকাপে লর্ডসে খেলার পর আমার আর খেলা হয়নি। বাংলাদেশও দীর্ঘদিন ওয়ানডে খেলেনি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের খেলা ঘরের মাটিতে। ফলে কন্ডিশনের বেনিফিট অবশ্যই আমরা পাব। শেষ টেস্টেও আমরা ভালো করে জিতেছি। আশা করছি ওয়ানডেতেও ভালো যাত্রা শুরু করব। আমরা জয়ের কোনো বিকল্প ভাবছি না।’ পাওয়ার প্লে আর ডেথ ওভারে অধিক গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ সময়ে বোলাররা ভালো করলে পরে ব্যাটসম্যানদের ওপর চাপ কম পড়ে। ফলে এদিকটায় আমাদের মনোযোগী হতে হবে বোলিংয়ে রান কম দেওয়ার।’ গতকাল শুক্রবার সকালে অনুশীলন সেরে নেয় জিম্বাবুয়ে দল। অনুশীলন শেষে জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা সিরিজে ভালো করার প্রত্যয় জানান।

সর্বশেষ খবর