শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নতুন আসরে নতুন চ্যালেঞ্জে কিংস

ক্রীড়া প্রতিবেদক

নতুন আসরে নতুন চ্যালেঞ্জে কিংস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গত বছর অভিষেক হয় বসুন্ধরা কিংসের। শুরুতে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া আসরে নতুন ইতিহাস সৃষ্টি করে দলটি। সঙ্গে ছিল স্বাধীনতা কাপ ট্রফিও। এবার নতুন মৌসুমে ফেডারেশন কাপ জিতে কিংসের যাত্রা। দেশের ফুটবলে নতুন কিং কিংস। দেশ কাঁপিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হতে যাচ্ছে তাদের। এএফসি কাপের আসর; যা এশিয়ান ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক ক্লাব এশিয়ান লেভেলে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে। এবার বসুন্ধরা কিংস বলেই ফুটবলপ্রেমীদের প্রত্যাশাটা বেশি। পারবে কি তা পূরণ করতে?

স্বাধীনতার মাসেই আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক হচ্ছে কিংসের। ১১ মার্চ ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ টিসি স্পোর্টসের বিপক্ষে। সূচনা ম্যাচে জয় পেয়ে এগিয়ে যেতে চায় কিংস। বাংলাদেশ চ্যাম্পিয়ন তাই স্বাধীনতার মাসকে স্মরণীয় করে রাখতে চায় কিংস। গ্রুপে চেন্নাই এফসিও আছে। তৃতীয় প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। প্রতিপক্ষরা শক্তিশালী এ নিয়ে সংশয় নেই। তবে এমন আহামরি নয় যে, কিংস কুলিয়ে উঠতে পারবে না। ফুটবলাররা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন কিছু নয়।

একটা ব্যাপার লক্ষণীয়, এবারের লিগে তিন ম্যাচ চলে গেলেও কিংসকে কিংসরূপে দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচেই পুলিশের বিপক্ষে ড্র করেছে। সত্যি বলতে কি, কলিনড্রেস ও বখতিয়ার ছাড়া কারও পারফরম্যান্স মন মাতানো নয়। আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের আগে লিগে রহমতগঞ্জের বিপক্ষে খেলার সুযোগ পাবে। এবার ফেডারেশন কাপে রহমতগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিংস। এএফসি কাপে বসুন্ধরার জার্সি গায়ে চড়াবেন আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে খেলা হারনান বারকোস। এতে দলের শক্তি বাড়বে। কিন্তু সমস্যা হচ্ছে, মতিন মিয়া, দেলমন্তে, ইমন ইনজুরিতে আছেন। কিছু তো ভুলত্রুটি দলে আছে। তা না হলে ৩ গোলে এগিয়ে থেকেও ব্রাদার্সের কাছে ২ গোল হজম করে? ক্লাব সভাপতি ইমরুল হাসানও বললেন, ‘আমরা চেনারূপে খেলতে পারছি না। আশা করি এএফসি কাপে কিংস নতুন রূপ ধারণ করবে। দেশের সুনাম বাড়াতে বসুন্ধরা আপ্রাণ দিয়ে লড়বে।’

সর্বশেষ খবর