শিরোনাম
শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ঢাকার বাইরে প্রিমিয়ার ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন পুণ্যভূমি সিলেটে। সিরিজের ম্যাচ তিনটি ১, ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজ যখন চলবে, তখন দেশের সবচেয়ে পুরনো ও জমজমাট ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল চলবে মিরপুরে। অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা দলবদল করবেন সিলেটে ৪ ও ৫ মার্চ। দীর্ঘদিন পর ক্রিকেটাররা পছন্দমতো দলবদল করতে পারবেন। ফলে পুরনো ছন্দ ফিরে আসছে ক্লাবগুলোর দল গঠনে। এবারের লিগে বিদেশি ক্রিকেটারদের দেখা যাবে না। ঢাকা ক্রিকেট লিগে ১৯৭৯ সাল থেকে নিয়মিত বিদেশি ক্রিকেটার খেলছে। দলবদল ৩ মার্চ শুরু হলেও ক্লাবগুলো ঘর গুছিয়ে নিয়েছে। সবচেয়ে শক্তিশালী দল গড়েছে আবাহনী। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ছেড়ে দিয়েছে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। তাকে দেখা যাবে ধানমন্ডিরই আরেক ক্লাব শেখ জামালে। তার সঙ্গে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিষিদ্ধ বলে খেলতে পারবেন না সাকিব আল হাসান। আবাহনীতে প্রথমবারের মতো খেলবেন মুশফিকুর রহিম। তার সঙ্গে খেলবেন জাতীয় দলের লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত। গাজী গ্রুপে খেলবেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, ইমরুল কায়েশ, সৌম্য সরকার। তামিম ইকবাল প্রাইম ব্যাংকে, লিজেন্ড অব রূপগঞ্জে খেলবেন তরুণ ক্রিকেটার মোহাম্মদ নাইম, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান।

এবারের লিগে প্রথম তিন রাউন্ড খেলা হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং কক্সবাজারের দুটি মাঠে। ১৫ মার্চ কক্সবাজারের ১ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স, ২ নম্বর মাঠে লিজেন্ড অব রূপগঞ্জের প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের।

সর্বশেষ খবর