শনিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চার দিনের টেস্টের বিপক্ষে কুম্বলে

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের যুগে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে দিন সংখ্যা কমানো নিয়ে বেশ আলোচনা চলছে। অনেকেই মত দিয়েছেন, চার দিনের টেস্ট আয়োজন করা হোক। আইসিসিও এর পক্ষেই অবস্থান নিয়েছে। এরই মধ্যে জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ড-ইংল্যান্ড একটি করে চার দিনের টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারই চার দিনের টেস্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এবার আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলেও যোগ দিলেন তাদের সঙ্গে। ভারতের সাবেক অধিনায়কের মতে, চার দিনের ম্যাচ হলে সেটা টেস্ট নয়। তিনি বলেন, ‘আমার যে ভাবনা, আমি মনে করি ক্রিকেটাররা ইতিমধ্যে তা বলে দিয়েছে। আমি বলতে চাইছি, তারা চার দিনের টেস্ট চায় না।’ চার দিনের টেস্টের পক্ষে নন ভারতের বিরাট কোহলি, বাংলাদেশের মুশফিকুর রহিম, অস্ট্রেলিয়ার নাথান লায়ন, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররা।

সর্বশেষ খবর