রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

কিশোর কিশোরীদের স্বপ্নের এক দিন

ক্রীড়া প্রতিবেদক

কিশোর কিশোরীদের স্বপ্নের এক দিন

আগের রাতে কিশোর-কিশোরীদের ঠিকমতো ঘুম হয়নি। মাঠেই তা স্বীকার করলেন তারা। আর ঘুম হবেই বা কীভাবে? রাত পোহালেই যে স্বপ্নের ফাইনাল। হ্যাঁ, দিনটি ছিল সত্যিই তাদের স্বপ্নের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা। তারপর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ। এই অল্প বয়সে এর চেয়ে আনন্দ আর কী হতে পারে। স্বপ্নের এক দিন গেল দুই বিভাগে ফুটবলারদের। যা আগামীতে তাদের বড় খেলোয়াড় হতে অনুপ্রেরণা জোগাবে। দুপুরে অনুষ্ঠিত হয় কিশোরদের বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপের ফাইনাল। দুটি ফাইনাল দেখতে পুরো গ্যালারি ভরে যায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথমার্ধে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ কেউ গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে তৌহিদুলের গোলে চট্টগ্রাম এগিয়ে যায়। ৬৬ মিনিটে বরিশালের রাশেদুল ইসলাম সমতা ফেরালে নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকে। অতিরিক্ত সময়ে ১১ মিনিটে দেওয়া গোলাম রাব্বীর গোলে বরিশাল শিরোপা উল্লাস করে। বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপের ফাইনালটি ছিল আরও উত্তেজনাকর। ঢাকা ও খুলনা বিভাগ মুখোমুখি হয়। রওশন আরার পেনাল্টি গোলে প্রথমে এগিয়ে যায় ঢাকা। অনিকা খাতুন সমতা ফেরান খুলনার পক্ষে। এরপর পেনাল্টি থেকে গোল করে খুলনাকে এগিয়ে রাখেন উন্নতি খাতুন। সাদিয়া সমতা ফেরালে নির্ধারিত সময়ে ম্যাচে ড্র ছিল। অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। টাইব্রেকারেই ভাগ্য খুলে খুলনার কিশোরীদের। ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন। প্রধানমন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়ার দুই দলের সেকি আনন্দ! স্বপ্নের এক দিন পার হলো কিশোর-কিশোরীদের।

সর্বশেষ খবর