রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

এল ক্ল্যাসিকো জিতলেই বাজিমাত!

ক্রীড়া ডেস্ক

এল ক্ল্যাসিকো জিতলেই বাজিমাত!

স্প্যানিশ লা লিগায় শিরোপার জন্য কঠোর লড়াই চলছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। এমনিতে লা লিগার লড়াই সাধারণত দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে চলতি মৌসুমে বাড়তি উন্মাদনা জোগাচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার বার একে-অপরকে টপকে যাচ্ছে। সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে মৌসুমজুড়েই। এবার বুঝি সেই উত্তেজনার সমাপ্তি টানতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আজ লা লিগায় এল ক্ল্যাসিকোর লড়াই। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হচ্ছে দুই দল। কে জিতবে? ফর্মের তুঙ্গে থাকা মেসির বার্সেলোনা? নাকি জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ? যারাই জিতবে, চলতি মৌসুমে লা লিগা জিততে পারে তারাই!

লা লিগায় ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আজ যারাই জিতবে, শীর্ষস্থান নিশ্চিত হবে তাদের। অবশ্য বার্সেলোনা জিতলে শিরোপা লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে তারা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতলে এক পয়েন্টে পিছিয়ে পড়বে বার্সেলোনা। আর ড্র হলেও শীর্ষস্থান ধরে রাখবে কাতালানরা। সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার এল ক্ল্যাসিকোতে দীর্ঘদিন ধরেই জয়হীন রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর লিগের ম্যাচে দুই দল বার্নাব্যুতে মুখোমুখি হয়েছে চারবার।

প্রতিবারই জয় নিয়ে বাড়ি ফিরেছে বার্সেলোনা। নিজেদের মাঠে বার্সার বিপক্ষে এ জয়খরা কাটানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বার্সেলোনা নির্ভার হয়েই খেলতে নামবে। কাতালান ক্লাবটির কোচ কিকে সেটিয়েন বলছেন, ‘চাপটা থাকবে রিয়াল মাদ্রিদের উপরই।’ এরই সুফল নিতে চান তিনি। তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দিন কয়েক আগে ম্যানসিটির কাছে পরাজিত হয়েছে জিদানের রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচটা দেখেছেন সেটিয়েন। এমনকি গার্ডিওলার সঙ্গে নাকি এই ম্যাচ নিয়ে আলাপও হয়েছে। হয়ত ম্যানসিটি কোচের কাছ থেকে রিয়াল বধের মন্ত্র জেনে নিয়েছেন বার্সা কোচ!

সর্বশেষ খবর