রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা
ক্রাইস্টচার্চ টেস্ট

জেমিসনের দাপট শুরুতেই

ক্রীড়া ডেস্ক

টি-২০ সিরিজে স্বাগতিক নিউজিল্যান্ডকে হোয়াইট করেছিল ভারত। মনে হচ্ছিল দারুণ সফর করে দেশে ফিরবেন বিরাট কোহলিরা। কিন্তু তা আর হয়নি, ওয়ানডে সিরিজে পাল্টা হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। টেস্টেও স্বাগতিকরা দাপট অক্ষুণ্ন রেখেছে। প্রথম টেস্টে সহজ জয় পায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ও শেষ টেস্টে কোণঠাসায় ভারত। গতকাল ক্রাইস্ট চার্চের হাগলি ওভালে টেস্টের প্রথম দিনে ২৪২ রানেই অলআউট হয়ে যায় ভারত। অধিনায়ক কোহলি ফের ব্যর্থতার পরিচয় দেন। ১৫ বলে মাত্র ৩ রান করে সাউদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এ নিয়ে টানা ২১ ইনিংসে সেঞ্চুরিহীন রইলেন ভারতীয় অধিনায়ক। হতাশ করেছেন অজিঙ্কা রাহানও। পঞ্চম উইকেটে হানুমা বিহারীকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পুজারা। তিনি খেলেন ৫৪ রানের ইনিংস। ৫৫ রানে বিদায় নেন বিহারী। নিউজিল্যান্ডের কাইল জেমিসন ১৪ ওভার বোলিং করে ৪৫ রানে ৫ উইকেট পান। সাউদি ৩৮ ও বোল্ট ৮৯ রানে ২টি করে উইকেট পান। পরে নিউজিল্যান্ড বিনা উইকেটে ৬২ রান তুলেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর