রবিবার, ১ মার্চ, ২০২০ ০০:০০ টা

আবারও হার সালমাদের

ক্রীড়া প্রতিবেদক

গতকাল মেলবোর্নে টি-২০ মহিলা বিশ্বকাপে জয়ের সুযোগ পেয়েও ব্যাটিং ব্যর্থতায় ১৭ রানে হেরেছে বাংলাদেশ। অথচ সালমা, রিতু, রুমানারা দারুণ বোলিং করে নিউজিল্যান্ডকে ৯১ রানে গুটিয়ে দিয়েছিলেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৭৪ রানের বেশি করতে পারেনি মহিলা দল। ‘বি’ গ্রুপে এ নিয়ে টানা তিন ম্যাচে হারল টাইগ্রেসরা। আগামীকাল জানসেন ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে কিউই মহিলা দল ১৮.২ ওভারে গুটিয়ে যায় ৯১ রানে। দলটির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন র‌্যাচেল প্রিষ্ট। সালমা ৭ রানের খরচে নেন ৩ উইকেট। রিতু ১৮ রানে নেন প্রতিপক্ষের ৪ উইকেট। রুমানা নেন ২ উইকেট। টার্গেট মাত্র ৯২। কিন্তু সেই রানটিই করতে পারেনি সালমা বাহিনী। ক্যামপারেক ও জেনসেনের বিধ্বংসী বোলিংয়ে ১৯.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ৭৪ রানে। সর্বোচ্চ ২১ রান করেন নিগার সুলতানা জ্যেতি। এছাড়া মুর্শিদা মাত্র দুই অংকের রান করেন ১১। ক্যামপারেক ও জেনসনে ৩টি করে উইকেট নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর