সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

অধিনায়ক মাশরাফির ১০০ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

অধিনায়ক মাশরাফির ১০০ উইকেট

বিশ্বকাপ ক্রিকেটের পর সাত মাস আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্রামে ছিলেন। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। যদিও বিশ্রামের সময় ঘরোয়া ক্রিকেটে বঙ্গবন্ধু বিপিএল খেলেছেন। গতকাল ফের খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট এবং খেলতে নেমেই বাজিমাত করেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাসগড়া ১৬৯ রানের জয়ে অবদান রাখেন ২ উইকেট নিয়ে। উইকেট দুটি নিয়ে নাম লিখেছেন কিংবদন্তীর ক্রিকেটার ইমরান খান, ওয়াসিম আকরাম ও শন পোলকের পাশে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে পঞ্চম অধিনায়ক হিসেবে উইকেটের সেঞ্চুরি করেছেন মাশরাফি। বাংলাদেশের প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন ৮৬ ম্যাচে।

১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি গতকাল খেলেছেন ২১৮ নম্বর ওয়ানডে। তার উইকেট সংখ্যা ২৬৮। যা বাংলাদেশের সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে খেললেন ৮৬ নম্বর ম্যাচ। দেশের সবচেয়ে সফল অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৪৮ নম্বর জয়। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের ম্যাচে তার বোলিং স্পেল ছিল ৬.১-০-৩৫-২। ম্যাচে তার প্রথম উইকেট প্রতিপক্ষ অধিনায়ক চিবাবার। অধিনায়ক মাশরাফির ১০০ নম্বর উইকেট মুতুম্বাজির। অধিনায়ক মাশরাফি উইকেটের সেঞ্চুরি করেন ৮৬ নম্বর ম্যাচে। প্রথম অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ইমরান খান। অধিনায়ক হিসেবে ১৩৯ ম্যাচে তার উইকেট ১৩১টি। পাকিস্তানের ওয়াসিম আকরাম ১০৯ ম্যাচে ১৫৮ উইকেট, দক্ষিন শন পোলক ৯৭ ম্যাচে ১৩৪ উইকেট ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ৮৬ ম্যাচে ১০১ উইকেট নেন। 

সর্বশেষ খবর